কলকাতা: নির্বাচনী প্রচারে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য পেশ করেছেন তা অত্যন্ত কুরুচিকর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নির্বাচনী আচরণবিধির পরিপন্থী বলে দাবি করেছে বিজেপি শিবির। এই প্রেক্ষিতে নির্বাচন কমিশনে নালিশ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই নির্দিষ্ট সভার ভাষণের বিরোধিতা করে ভারতীয় জনতা পার্টি। ওই অভিযোগের প্রেক্ষিতে আগেই প্রশাসনের কাছে রিপোর্ট চেয়েছিল নির্বাচন কমিশন। এবার তাদের অভিযোগের ভিত্তিতে ওই নির্দিষ্ট ভাষণের ভিডিওগ্রাফি জমা পড়েছে নির্বাচন কমিশনে। ওই ভিডিও জমা দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের ওই ভিডিও ফুটেজ চালানো হবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে।
আসলে পূর্ব মেদিনীপুরের একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, নরেন্দ্র মোদী সরকার অপদার্থ এবং দাঙ্গাবাজ। বাংলা বিজেপিকে চায় না, লুট চায় না, প্রধানমন্ত্রী মোদীর মুখ দেখতে চায় না, দাঙ্গা চায় না। বিজেপি শুধুমাত্র লুট এবং দাঙ্গা করতে পারে বলেও অভিযোগ করেন মমতা। নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থীর এই ভাষণের অংশ একেবারেই পছন্দ হয়নি ভারতীয় জনতা পার্টি শিবিরের। তারা মনে করছে এই বক্তব্য আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অপমান। সেই প্রেক্ষিতেই তারা নির্বাচন কমিশনে অভিযোগ করেছিল। তারপরেই ওই নির্দিষ্ট ভাষণের ভিডিও ফুটেজ জমা পড়েছে কমিশনে।
আরও পড়ুন- পিএম কেয়ার্সের টাকার হিসেব থেকে সম্পত্তি বিক্রি, মোদীর থেকে জবাব চাইলেন মমতা
উল্লেখ্য, সম্প্রতি এক দেওয়াল লিখন নিয়েও বিজেপি-তৃণমূল দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে। সেই দেয়াল লিখনে আঁকা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙ্গা পায়ে দাঁড়িয়ে রয়েছেন এবং তাঁর পায়ের তলায় নরেন্দ্র মোদীর মুখ। সেই নিয়েও ব্যাপক সমালোচনা হয়। সেই প্রেক্ষিতে রাজ্যে জনসভা করতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ পর্যন্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি