ধর্ষণে ফাঁসি হোক, বিশেষ অধিবেশন ডেকে আইন পাশ করাব, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার মেয়ো রোডে সমাবেশের আয়োজন করেছে তৃণমূলের ছাত্রেরা। ওই সমাবেশ থেকে আরজি কর প্রসঙ্গে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আরও…

কলকাতা: টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার মেয়ো রোডে সমাবেশের আয়োজন করেছে তৃণমূলের ছাত্রেরা। ওই সমাবেশ থেকে আরজি কর প্রসঙ্গে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আরও একবার দোষীদের কড়া শাস্তি চেয়ে সরব হন তিনি৷

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আগামী সপ্তাহে স্পিকারকে বলে বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকব। আগামী ১০ দিনের মধ্যে ‘ধর্ষকের ফাঁসি চাই’ এই বিল পাশ করিয়ে রাজ্যপালের কাছে পাঠাব।’’

 

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘আজকে যাঁরা কামদুনি নিয়ে কথা বলছেন, তাঁদের বলি কামদুনির ঘটনাতেও আমরা ফাঁসি চেয়েছিলাম। হাই কোর্টের রায়ে দু’জনের যাবজ্জীবন হয়েছিল।’’ তিনি আরও বলেন, ‘‘অনেক চোর-ডাকাতকেই এখন ছেড়ে দেওয়া হয়। আমার কাছে অনেক ফাইল আসে, বলা হয় ১০-১২ বছর কেটে গিয়েছে, এবার ছেড়ে দেওয়া হোক। কেন অত্যাচারীদের ছেড়ে দেওয়া হবে? ধর্ষকদের কেন ছাড়া হবে? এটা কেমন নিয়ম? ন্যায় সংহতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সতর্ক করেছি।’’ ন্যায় সংহতির প্রয়োজন কী ছিল, তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী৷