‘হাম্বা-হাম্বা, রাম্বা-রাম্বা, কাম্বা-কাম্বা’, মুখ্যমন্ত্রীর ভাষণ নিয়ে রসিকতা সোশ্যাল মিডিয়ায়!

‘হাম্বা-হাম্বা, রাম্বা-রাম্বা, কাম্বা-কাম্বা’, মুখ্যমন্ত্রীর ভাষণ নিয়ে রসিকতা সোশ্যাল মিডিয়ায়!

কলকাতা: রাজনীতির বাইরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহুমুখী প্রতিভার কথা আজ আর অবিদিত নেই কারোরই। ছবি আঁকা থেকে শুরু করে গান বা কবিতা, সবক্ষেত্রেই সমান পারদর্শিতার পরিচয় দিয়েছেন তিনি। এমনকি নিজের কবিতা লেখার এই দক্ষতা মাঝে মধ্যেই তাঁকে প্রয়োগ করতে দেখা গেছে রাজনৈতিক স্লোগানেও।

কেন্দ্র সরকারের নাগরিকত্ব সংশোধনী আইন পাশের পর তার তীব্র বিরোধিতায় সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেসময় কেন্দ্র বিরোধিতায় তাঁর “কা কা ছি ছি” স্লোগান রাজনীতির গণ্ডি পেরিয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল রসিক মহলেও। এবার একুশের নির্বাচনী আবহে ফের এক স্লোগান তুলেছেন তিনি, যা ইতিমধ্যে নেটপাড়ার রসিক চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে।

দিন কয়েক আগে মুর্শিদাবাদের এক দলীয় জনসভা থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ হানেন তিনি। সেই সঙ্গে ভোটের আগে যে সমস্ত তৃণমূল নেতা কর্মীরা দল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন তাঁদের উদ্দেশ্যেও ধেয়ে আসে মুখ্যমন্ত্রীর কটাক্ষ। দলের ‘মীরজাফরদের’ “দুষ্টু গরু” বলে আক্রমণ করে তিনি বলেন, “তাঁরা এখন অনেক আওয়াজ করছে, হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা, দুম্বা দুম্বা, বুম্বা বুম্বা, বাম্বা বাম্বা।” এই সমস্ত ‘বিশ্বাসঘাতকেরা’ যত তাড়াতাড়ি দল ছাড়ে ততই মঙ্গল বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়েই এখন কার্যত তোলপাড় নেট দুনিয়া।

মুখ্যমন্ত্রীর ভাষণের ওই বিশেষ অংশটুকু কেটে নিয়ে ৭ সেকেন্ডের একটি ছোট্ট ভিডিও ক্লিপ বানানো হয়েছে। মিম হিসেবে সেটাই এখন ঘুরে বেড়াচ্ছে ট্যুইটারের দেওয়াল জুড়ে। দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে নানা পরিস্থিতির সঙ্গে নেটিজেনরা জুড়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রীর ওই বক্তব্য। মেতে উঠছেন সরস চর্চায়। রাজনীতির গুরুগম্ভীর আবহেই তাঁরা খুঁজে নিয়েছেন নিছক মজা। তবে, কোনও রাজ্যের প্রশাসনিক প্রধানকে নিয়ে এহেন মজা আদৌ করা যায়? প্রশ্নটা থেকেই যাচ্ছে৷

উল্লেখ্য, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল কংগ্রেসের একাধিক হেভিওয়েট নেতাই ভোটের আগে নাম লিখিয়েছেন প্রতিপক্ষ শিবিরে। বিভিন্ন জনসভা থেকেই দলত্যাগীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =