‘ভোটের আগে ব্ল্যাকমেলিং করলে পারব না’, দাবি-দাওয়া পেতেই জবাব মমতার

‘ভোটের আগে ব্ল্যাকমেলিং করলে পারব না’, দাবি-দাওয়া পেতেই জবাব মমতার

কলকাতা: গীতাঞ্জলি স্টেডিয়ামে তপশিলি জাতি এবং উপজাতি সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য রাখতে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বক্তৃতা দেওয়া শুরু করার সঙ্গে সঙ্গে একদল বিক্ষোভকারী সেখানে বিভিন্ন দাবি-দাওয়া পেশ করে। তাতেই প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্তব্য করেন, এতক্ষণ কেউ কোনো বিক্ষোভ থাকা ছিল না কিন্তু তিনি বক্তব্য দিতে ওটা সঙ্গে সঙ্গে কয়েকজন দাবী করতে শুরু করল। ওদেরকে কেউ তার জনসভায় বারবার ঢুকিয়ে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পরে অবশ্য তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভোটের আগে ব্ল্যাকমেইলিং করলে কিছু করতে পারবেন না তিনি।

এ দিন মমতা বলেন, তাঁকে চমকে বা ধমকে কাজ করানো যাবে না। ভোটের আগে যদি কেউ ব্ল্যাকমেইল করতে চায় তাহলে তিনি কাজ করতে পারবেন না। এই প্রেক্ষিতে তিনি সকলকে মনে করিয়ে দেন, আর কয়েক দিনের মধ্যেই বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। তার আগে বিগত ১০ বছর ধরে আজ পর্যন্ত মানুষের হয়ে সর্বক্ষণ পরিশ্রম করে এসেছেন তিনি এবং তাঁর দল। তবে এখন এইভাবে ব্ল্যাকমেইল করলে কিছু করতে পারবেন না। মমতার কথায়, এখন শুধু চাইলেই হবে না। তিনি আরো বলেন, যতটুকু সম্ভব তিনি ততটুকুই দিতে পারেন কারণ তিনি ভগবান নন। তবে ভগবানও যে সবকিছু দিতে পারেন এমনটাও নয়। এই পরিপ্রেক্ষিতে দাবি-দাওয়া যারা পেশ করছেন তাদের উদ্দেশ্যে মমতা ক্ষুব্দ হয়ে বলেন, এত কিছু পাবার পরেও শুধু চাই চাই। 

এ দিন তিনি রাগের বশে আরো বলেন, এখানে এইভাবে বিক্ষোভ দেখাতে কিছু কাজ হবে না। সঠিক পদ্ধতি মেনে আবেদন করতে হবে তবেই তিনি তাদের হয়ে কাজ করা যায় কিনা সেটা দেখবেন। এ ক্ষেত্রে ন্যূনতম সৌজন্যবোধ রাখার কথা তাদেরকে মনে করিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। একইসঙ্গে দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের ধমক দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাঁশ টপকে কেউ সামনের দিকে এগিয়ে আসছে কিন্তু পুলিশ কিছুই করছে না, তারা কি চোখে দেখতে পাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =