Aajbikel

'কোনও বনধ হবে না', উত্তরবঙ্গে গিয়েই হুঁশিয়ারি বার্তা মমতার

 | 
mamata

শিলিগুড়ি: বিধানসভায় ‘বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব’ পাশ হওয়ায় পাহাড়ে ১২ ঘণ্টার বনধ ডেকেছে জিটিএ বিরোধী পক্ষ। মাধ্যমিক পরীক্ষা যেদিন শুরু সেই ২৩ ফেব্রুয়ারি এই বনধ ডাকা হয়েছে। এদিন উত্তরবঙ্গ সফরে গিয়ে সেই বনধের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কড়া বার্তা, কোনও বনধ করা যাবে না, তিনি করতে দেবেন না। শিলিগুড়িতে একটি সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি জানালেন, পাহাড়ে কোনও বনধ হবে না।

আরও পড়ুন- দুর্নীতি খতিয়ে দেখবে বিশেষ টিম, স্বাস্থ্যসাথী নিয়ে আরও কড়া রাজ্য

এদিনের অনুষ্ঠান থেকে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পাহাড়ে কোনও বনধ হবে না। বনধ করলে তারা কেউ সমর্থন করবেন না। তিনি এও বলেন, রাজ্য থেকে বনধ কালচার উঠে গিয়েছে, তারা এখন আর কোনও বনধ করতে দেন না। আর পরীক্ষার দিন বনধ ডাকার ফলে কেউ যদি সময়ে পরীক্ষা দিতে না যেতে পারে, স্কুলে পৌঁছতে না পারে, তাহলে তার দায় কে নেবে, এই প্রশ্নও তোলেন তিনি। একই সঙ্গে যারা বনধ ডেকেছেন তাদের পরোক্ষে হুঁশিয়ারি দিয়ে বলেন, পাঁচ বছরে একবার নিজেদের ক্ষমতা দেখাতে বনধ ডাকা হয়। কেউ কেউ কোথাও কোথাও বসে পরে। তবে তা উন্নয়নের জন্য নয়, কী করে পাহাড়ে অশান্তি করা যায়, সে জন্য। 

বৃহস্পতিবার বনধ ডাকার আগে আপাতত ২৪ ঘণ্টার অনশন শুরু করেছে জিটিএ বিরোধী পক্ষ। তাতে রয়েছেন বিনয় তামাং, হামরো পার্টির প্রতিষ্ঠাতা অজয় এডওয়ার্ড-সহ জিটিএ-র ৭ সদস্য। দার্জিলিঙের ভানু ভবনের সামনে শুরু হয়েছে তাঁদের অনশন।

Around The Web

Trending News

You May like