‘আমি এ সব পছন্দ করি না!’ রাহুলের গাড়ির কাচ ভাঙা নিয়ে কাকে নিশানা করলেন মমতা?

‘আমি এ সব পছন্দ করি না!’ রাহুলের গাড়ির কাচ ভাঙা নিয়ে কাকে নিশানা করলেন মমতা?

কলকাতা: ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে বাংলায় আসা রাহুল গান্ধীর গাড়ির উপর হামলা নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানালেন, যেটা হয়েছে, তিনি তা সমর্থন করেন না। তবে ওই ঘটনা বাংলায় নয়, মালদহে আসার পথে ঘটেছে বিহারে। তাই তিনি নিশানা করলেন নীতীশ কুমারের প্রশাসনের দিকে।

যদিও রাহুলের গাড়িতে হামলা হওয়ার পরই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, ‘‘কোচবিহার থেকে শুরু করে বাংলায় বারবার বাধার মুখে পড়তে হয়েছে রাহুল গান্ধীকে। তাঁকে অপমান করা হয়েছে।’’ এর পরেই তাঁর তাৎপর্যপূর্ণ ইঙ্গিত, ‘‘বুঝে নিন কারা করেছে।’’ রাহুলের কর্মসূচি নিয়ে শুরু থেকেই রাজ্য সরকার অসহযোগিতা করছে বলেও অভিযোগ তাঁর। এই ঘটনার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছিলেন মালদহ থেকে মুর্শিদাবাদের দিকে৷বহরমপুরে পৌঁছেই রাহুলের গাড়ির কাচ ভাঙার ঘটনায় মুখ খোলেন তিনি৷ মমতা বলেন, ‘‘হেলিকপ্টারে আসতে আসতেই আমি খবর পেলাম। কংগ্রেসের এক নেতা নাকি…’’ তার পর একটু থেমে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রাহুলের নামটা বলেই দিচ্ছি। ও আমার থেকে বয়সে ছোট। ওর গাড়ির কাচ ভাঙা হয়েছে। কিন্তু আমি এ সব পছন্দ করি না। তবে পরে শুনলাম, ওটা কাটিহারে (বিহার) হয়েছে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *