ভারতের প্র্যাকটিস জার্সির রং গেরুয়া, বিজেপিকে তুলোধনা মমতার

ভারতের প্র্যাকটিস জার্সির রং গেরুয়া, বিজেপিকে তুলোধনা মমতার

cm-announces-salary-hike-for-bengal-anganwadi-workers

Former AG Reveals

কলকাতা: শুক্রবার সন্ধ্যায় কলকাতার পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়েছে পুজো উদ্বোধন ছাড়াও তিনি আগামী রবিবারের বিশ্বকাপ ফাইনাল নিয়ে কথা বলেন। জানান, তাঁর বিশ্বাস ভারত এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে তিন নম্বর বিশ্বকাপটা জিতে নেবে। কিন্তু এই বক্তব্যের মধ্যেও তিনি কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করতে ছাড়লেন না। ভারতের প্রাকটিস জার্সির রং বদল ইস্যুতে তোপ দাগলেন মোদী সরকারকে। (Former AG Reveals)

এতদিন ভারতের কোনও জার্সিতে নীল রং ছাড়া কোনও কোনও রঙের আধিপত্য ছিল না। ২০১৯ বিশ্বকাপে প্রথমবার একটা গেরুয়া ছোঁয়া আনা হয়েছিল বটে, কিন্তু তা স্থায়ী হয়নি। কিন্তু এবার বিশ্বকাপের আগেই ভারতের প্রাকটিস জার্সিতে বদল আসে। সম্পূর্ণ গেরুয়া হয়ে যায় ওই জার্সি। এই ইস্যুতেই মুখ খুলে গেরুয়াকরণের অভিযোগ আনলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরোক্ষভাবে বিজেপিকে একহাত নিয়ে বললেন, এখন সব গেরুয়া করে দিয়েছে। ভারতের প্র্যাকটিস ড্রেসও গেরুয়া করে দিয়েছে। ছেলেরা তো নীল জার্সি পরেই লড়াই করে। 

এই জার্সির রং ইস্যু ছাড়া বিজ্ঞাপন ইস্যুতেও বিজেপি সরকারকে তুলোধনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, মায়াবতীকে ছাড়া কাউকে নিজের মূর্তি বসাতে দেখেননি। এখন কথায় কথায় ‘নমস্তে’র নামে হচ্ছে সব। মেট্রোর স্টেশনও বানানো হচ্ছে গেরুয়া রঙের। মমতার মতে, ওরা (পড়ুন বিজেপি) শুধু বিজ্ঞাপন করে। সেই বিজ্ঞাপনের টাকা যদি ১০০ দিনের শ্রমিকদের দেওয়া হত তাহলে ভালো হত।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 12 =