‘দুষ্টু লোকেরা’ প্রতারণা করতে পারে! সকলকে সাবধান হওয়ার পরামর্শ মমতার

‘দুষ্টু লোকেরা’ প্রতারণা করতে পারে! সকলকে সাবধান হওয়ার পরামর্শ মমতার

কলকাতা: ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের। আজ নবান্ন থেকে সেই প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি সকলকে সতর্ক করলেন যে এই কার্ড নিয়ে অনেকে প্রতারণা করতে হবে তাই সবাইকে সাবধানে থাকতে হবে। 

মমতা এদিন বলেন, এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে কোন প্রতারক কার্ড নকল করতে পারে। এই ভাবে প্রতারণা করে অনেককে প্রভাবিত করার চেষ্টা করতে পারে সেই প্রতারক। এই প্রেক্ষিতেই তাঁর বক্তব্য,  যেমন ভাল লোক আছেন তেমন কিছু দুষ্টু প্রকৃতির লোক আছেন। সংসদে হামলার সময় সরকারের গাড়ি নিয়ে হামলা করা হয়েছিল। এই ভাবেই সাধারণ মানুষকে প্রতারণা করা হয় বলে উদাহরণ টানেন মুখ্যমন্ত্রী। এই কথা বলতে গিয়ে পরোক্ষে দেবাঞ্জন দেব ইস্যুতে কথা বলেন তিনি। মন্তব্য করেন, অনেকেই রয়েছে যারা সরকারি নথির নকল করে এবং নিজেদের সুবিধার্থে সেগুলি কাজে লাগায়। এই প্রসঙ্গেই মমতার সতর্কবার্তা, অনেকেই এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে হোক কিংবা আধার কার্ড নিয়ে হোক জালিয়াতি করবে কিন্তু জালিয়াতির দিকে ঝুঁকে পড়লে হবে না। এ ক্ষেত্রে সরকারি ওয়েবসাইট থেকে সমস্ত তথ্য পাওয়া যাবে এবং সেখানের ওপর নজর রাখতে হবে বলেই স্পষ্ট জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি পদে ফের ফিরলেন মানিক ভট্টাচার্য

প্রসঙ্গত, এই প্রকল্পের কথা বলে তিনি বলেন, অষ্টম শ্রেণি পর্যন্ত সকল ছাত্রছাত্রীকে বিনামূল্যে পাঠ্যপুস্তক, প্রাথমিকের পড়ুয়াদের পোশাক, স্কুল ব্যাগ ও জুতো দেওয়া হয়৷ এছাড়াও রয়েছে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ৷ অনলাইন পড়াশোনার জন্য দ্বাদশের পড়ুয়াদের ট্যাপ বা স্মার্টফোন কেনার জন্য ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে ১০ হাজার টাকা দিচ্ছে রাজ্য৷ এবার নিয়ে আসা হয়েছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড৷ এই প্রকল্পে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে ছাত্রছাত্রীরা৷ এর জন্য     গ্যারান্টার হবে রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রী বলেন, স্টুডেন্টস কার্ডের উল্লেখযোগ্য বৈশিষ্ট হল, দশম শ্রেণি থেকে স্নাতক এবং স্নাতকোত্তর থেকে ডাক্তারি, গবেষণা, প্রতিটি ক্ষেত্রেই ঋণ পাওয়া যাবে৷ এমনকী প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ নিতে বিভিন্ন কোচিং ইনস্টিটিউটে ভর্তির জন্যেও ঋণ পাওয়া যাবে৷ যেখানে আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস সহ অন্যান্য পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের প্রস্তুত করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =