রিটায়ার্ড লোক ইলেকশন পরিচালনা করছে! বিবেক দুবে, Who Are You: মমতা

রিটায়ার্ড লোক ইলেকশন পরিচালনা করছে! বিবেক দুবে, Who Are You: মমতা

fc408e64b7c2a5779c37978b262f22ed

হিঙ্গলগঞ্জ: কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে ৪ জন তৃণমূল কংগ্রেস কর্মীর। এই নিয়ে দলীয় যেমন বিরোধিতা করা হয়েছে ঠিক তেমনি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়েছেন। তিনি ফের একবার দাবি করে বলেছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশ অনুসারে গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এর পাশাপাশি বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবেকে আক্রমণ করেন তিনি। বলেন অবসরপ্রাপ্ত হিসেবে এই নির্বাচন পরিচালনা করছেন তিনি এবং কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনায় পক্ষপাতিত্ব করে বলছেন self-defense-এর কথা! 

এদিন মমতা বলেন, অবসরপ্রাপ্ত বলে তার নিরাপত্তা লোককে সরিয়ে দেওয়া হয়েছে। এদিকে নির্বাচন পরিচালনাকারী বিবেক দুবে নিজে অবসরপ্রাপ্ত। তাহলে তাঁকে দিয়ে কিভাবে নির্বাচন পরিচালনা করা যায় এই প্রশ্ন তুলেছেন মমতা। এই প্রসঙ্গে তিনি স্পষ্ট জানিয়েছেন, এই প্রশ্ন তুলে তিনি কোনো রকম নির্বাচনী আচরণবিধি ভাঙছেন না, তিনি নিজের গণতান্ত্রিক অধিকারের প্রেক্ষিতে প্রশ্ন তুলছেন। এই প্রসঙ্গে তিনি নাম নিয়েছেন সুরজিৎ কর পুরকায়স্থ এবং অশোক চক্রবর্তীর, যাদের ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে সাধারণ মানুষের উদ্দেশ্যে মমতার বার্তা, যারা মারা গিয়েছেন তাদের আত্মার শান্তির জন্য ভোটবাক্সে বিজেপির বিরুদ্ধে ভোট দিতে হবে। একটা করে বিজেপি বিরোধী ভোট মানে, একটা করে বদলা নেওয়া।

 

শীতলকুচি প্রসঙ্গে তিনি আরো বলেন, সিআরপিএফ আমার শত্রু নয়, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় যে চক্রান্ত চলছে আজকে প্রমাণ হয়ে গেছে, গুলি করে মেরে দিয়েছে সিআরপিএফ লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের। এত ঔদ্ধত্য হয় কোথা থেকে, এত অত্যাচার আসে কোথা থেকে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি দাবি করে বলেন, বিজেপি জানে তারা হেরে গেছে তাই এখন ভোটারদের গুলি করে মারছে এবং কর্মীদের গুলি করে মারছে। তবে হিংসাকে সমর্থন না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, সকলে শান্ত থেকে নিজেদের মতো ভোট দান করুন কেউ কোনো অশান্তির মধ্যে যাবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *