অকারণ হেনস্থা করা হচ্ছে, নতুন প্রজন্ম হিম্মত নিয়ে লড়বে! কাকে নিয়ে বার্তা মমতার

অকারণ হেনস্থা করা হচ্ছে, নতুন প্রজন্ম হিম্মত নিয়ে লড়বে! কাকে নিয়ে বার্তা মমতার

mamata banerjee

কলকাতা: তৃণমূলকংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার তলব করেছে ইডি। এই নিয়ে একাধিকবার তিনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সম্মুখীন হয়েছেন বটে। তবে প্রতিবারই নিটফল শূন্য হয়েছে। যা নিয়ে খোদ কটাক্ষ করেছেন তৃণমূল নেতা। তবে বারবার তাঁকে এইভাবে তলব করার বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র তো বটেই, নতুন প্রজন্মের ওপর আক্রমণ হিসেবেও দেখছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 

সোমবার সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে তৃণমূল নেত্রী বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারাক্ষণ বিরক্ত করা হচ্ছে। অকারণ হেনস্থা করা হচ্ছে ওঁকে। তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ না থাকা সত্ত্বেও এমন করা হচ্ছে। যদিও মমতার দাবি, ওরা (বিজেপি) তরুণ প্রজন্মকে লক্ষ্যবস্তু করছে। কিন্তু নতুন প্রজন্ম এ সব মানবে না। হিম্মত নিয়ে লড়াই করবে। প্রসঙ্গত, আগামী ১৩ সেপ্টেম্বর ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। ঘটনাচক্রে সেদিন বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক হওয়ার কথা নয়াদিল্লিতে। আর তাতেই  বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্র দেখছে তৃণমূল।

নিয়োগ কাণ্ডে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংক্রান্ত একটি মামলার শুনানিতে কিছুদিন আগেই আদালতে ইডি জানিয়েছিল, ওই সংস্থার সিইও পদে রয়েছেন অভিষেক। তাতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ইডির উদ্দেশে প্রশ্ন তুলে বলেন, “তাহলে তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠানো হচ্ছে না কেন?” সেই সঙ্গে বিষয়টি নিয়ে ইডিকে ১৪ সেপ্টেম্বর রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। এই পরিস্থিতিতে ঠিক তার আগের দিন অর্থাৎ ১৩ সেপ্টেম্বর অভিষেককে তলব করেছে ইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + five =