গণহত্যার ঘটনা ঘটেছে! কমিশন যা করছে তা নজিরবিহীন, আক্রমণ মমতার

গণহত্যার ঘটনা ঘটেছে! কমিশন যা করছে তা নজিরবিহীন, আক্রমণ মমতার

শিলিগুড়ি: গতকাল রাজ্যের চতুর্থ দফার নির্বাচনে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে ৫ জনের। এই ঘটনায় এটি মধ্যেই বাংলার রাজনৈতিক মহল ব্যাপক উত্তপ্ত এবং বিজেপি-তৃণমূল কংগ্রেস সংঘাত শুরু হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ করে বিজেপি ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে এবং রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁকে গৃহবন্দি করার দাবি জানিয়েছেন। অন্যদিকে সিপিএমও গতকালের ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে। তবে আজ শিলিগুড়ি থেকে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় একহাত নিয়েছেন নির্বাচন কমিশনকে এবং দাবি করেছেন গতকাল গণহত্যার ঘটনা ঘটেছে সেখানে।

এদিন সাংবাদিক বৈঠকে মমতা দাবি করেন, স্পষ্টভাবে বলা এবং বুক লক্ষ্য করে গুলি করেছে কেন্দ্রীয় বাহিনী। তিনি ভীষণ দুঃখের সঙ্গে জানাচ্ছেন যে ভোটের আবহে এই ধরনের পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে আনতে হয় সেটা হয়তো তাদের জানা ছিল না। এই বিষয়ে তাদের ট্রেনিং ছিল না বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে তিনি আরো বলেন, গুলি কাণ্ডের পর তথ্য চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই প্রেক্ষিতে নির্বাচন কমিশন যা করছে তা নজিরবিহীন। মমতার কথায়, এইভাবে একটার পর একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে, এরপর দেশে গণতন্ত্র বলে আর কিছু থাকবে না। এই ঘটনার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সকলকে অযোগ্য বলে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি বলেও তোপ দাগেন তিনি।

এর পাশাপাশি শীতলকুচিতে আগামী তিনদিন নিষেধাজ্ঞা জারি করা নিয়েও নির্বাচন কমিশনকে একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন এইভাবে তিন দিন সেখানে নিষেধাজ্ঞা জারি করার কি মানে রয়েছে, যেখানে তিনি নিজের রাজ্যের লোকের সঙ্গে দেখা করতে পারবেন না। যদিও গতকালের ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবার এবং আহতদের পরিবারকে সাহায্য করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =