‘৩৪ বছর ধরে নরকঙ্কালের মালা পরিয়েছে, নদীতে দেহ ভাসিয়েছে,’ বামেদের তুলোধোনা মমতার

‘৩৪ বছর ধরে নরকঙ্কালের মালা পরিয়েছে, নদীতে দেহ ভাসিয়েছে,’ বামেদের তুলোধোনা মমতার

কলকাতা:  আজ তৃতীয় তৃণমূল সরকারের প্রথম বর্ষপূর্তি৷ সেই উপলক্ষে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ সেখানে লক্ষ্মীর ভান্ডারের অর্থ বিতরণের পাশাপাশি তুলোধোনা করলেন সিপিএম তথা আগের বাম সরকারকে৷ 

আরও পড়ুন- কেন্দ্র মানুষের পকেট কাটছে, তবু বাংলাকে দুর্বল ভাবার কারণ নেই: মমতা

সম্প্রতি রাজ্যে বেশ কিছু ধর্ষণ ও খুনের ঘটনায় তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বাম-বিজেপি৷ এদিন তারই জবাব দিলেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, দুই-একটা বছর নয়, ৩৪ বছর ক্ষমতায় থেকে নরকঙ্কালের মালা পড়িয়েছে ওরা৷ মাটি খুঁড়লেই নরকঙ্কাল বেরিয়ে আসত৷ থানার দেওয়ালে মৃতদেহ গেঁথে দিত৷ তিনি আরও বলেন, হলদি নদীতে লাশ ভাসিয়েছে, বস্তায় নুন ভরে মৃতদেহ ভাসানো হয়েছে, কেউ থানায় ডায়রি করতে যেতেও পারত না৷ এখন অভিযোগের সত্যতা বিচার করে ব্যবস্থা নেওয়া হয়৷ আজ কোথায় গেলেন তারা? সব ভুলে গলায় ঘণ্টা বেঁধে ঘুরছে৷ কিছু বামপন্থী আবার বিজেপি হয়ে গিয়েছে৷ তাঁরা সকাল থেকে টেলিভিশন চ্যানেলে বসে পড়ছে৷ 

মুখ্যমন্ত্রীর কথায়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহারের চেয়ে বাংলা অনেক নিরাপদ৷ এখানে অন্যায় হলে পুলিশ পদক্ষেপ নেয়৷ কিন্তু কোনও একটা ঘটনা ঘটলে সংবাদমাধ্যমগুলি সারাদিন তা নিয়ে কচলাতে থাকে৷ এত ছেলেমেয়ে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক দিল, আপনারাই বলুন কোনও ঘটনা ঘটেছে?  একটি মেয়ে শুধুমাত্র রেল দুর্ঘটনায় মারা গিয়েছে৷