শিলিগুড়ি: বাজেট সম্পন্ন হওয়ার পর যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী তাতে তিনি এই বাজেটকে জনদরদি, আত্মনির্ভরের স্বপক্ষে শক্তি এবং দায়িত্বশীল বাজেট বলে অভিহিত করেছেন। তবে শিলিগুড়ি থেকে জনসভা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেটকে একেবারেই সাধারণ মানুষের বিপক্ষের বাজেট বলে তুলোধোনা করলেন কেন্দ্রীয় সরকারকেই। তিনি চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে মন্তব্য করলেন, এটা ভেকধারী সরকারের ফেকধারী বাজেট! একই সঙ্গে অভিযোগ করলেন, সেসের টাকা পায় না রাজ্য।
এ দিন মমতা বলেন, আজকের বাজেট কৃষক এবং সাধারণ মানুষের বিপক্ষের বাজেট হয়েছে। একের পর এক মিথ্যে কথা বলার মতই প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রসঙ্গে মমতা বলেন, আবারো জিনিসের দাম বাড়বে কিন্তু বীমার টাকা পাওয়া যাবে কিনা সন্দেহ রয়েছে। এ দিকে কেন্দ্রীয় সরকার হয়তো আবার নোটবন্দীর মত ব্যাঙ্কবন্দী করার চিন্তা ভাবনা করছে বলেও কটাক্ষ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ১৫ লক্ষ টাকা দেবে বলেছিল, এখন হয়তো উল্টে ১৫ লক্ষ টাকা কেটে নেবে। একই সঙ্গে এদিন মমতার অভিযোগ, পুঁজিপতিদের টাকা মওকুফ করা হচ্ছে কিন্তু সাধারণ গরিব মানুষের টাকা মুকুব করা হচ্ছে না। এ দিকে পেট্রোপণ্যে কৃষি সেস বসিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আরো বলেন, চা শ্রমিকদের মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে কেন্দ্রীয় সরকার। নির্বাচনের আগে বলেছিল এখানে চা বাগান খুলে দেওয়া হবে কিন্তু এখনো পর্যন্ত তা হয়নি। এ দিকে সেসের টাকা রাজ্য পায় না বলে অভিযোগ করেছেন তিনি। জানিয়েছেন সব টাকা কেন্দ্রীয় সরকার নিয়ে চলে যায়। এই প্রসঙ্গে সবাই আসা প্রত্যেকের উদ্দেশ্যে মমতার একটাই বার্তা, কেন্দ্রীয় সরকারের কোনো কথা বিশ্বাস করবেন না।
এ দিন বাংলার জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে বাজেটে সেই প্রসঙ্গে ও কেন্দ্রীয় সরকারকে খোঁচা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, শিলিগুড়ি থেকে কলকাতা ইতিমধ্যেই কাজ চলছে। সবাই সেটা দেখতেও পাচ্ছে। তাহলে এখন নতুন করে শিলিগুড়ি থেকে কলকাতা কি কাজ করা হবে সেই ব্যাপারে প্রশ্ন তোলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এ দিন বাজেটে সড়ক প্রকল্পের জন্য টাকা বরাদ্দ করেছে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।