নতুন করে কলকাতা-শিলিগুড়ি কি করবে? বাঙালকে হামাগুড়ি শেখাচ্ছে: মমতা

নতুন করে কলকাতা-শিলিগুড়ি কি করবে? বাঙালকে হামাগুড়ি শেখাচ্ছে: মমতা

শিলিগুড়ি: আজকের বাজেটে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করা হয়েছে ২৫ হাজার কোটি টাকা। একাধিক সড়ক প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ হয়েছে। এছাড়াও জানা গিয়েছে কলকাতা থেকে শিলিগুড়ি রাস্তা মেরামত করা হবে। কেন্দ্রীয় সরকারের বাজেট নিয়ে শিলিগুড়ির জনসভা থেকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মন্তব্য করলেন, সবই তো করা হয়ে গেছে, করা হচ্ছেও। তাহলে এখন নতুন করে কি করার আছে।

এদিন মমতা বন্দোপাধ্যায় বলেন, শিলিগুড়ি থেকে কলকাতা ইতিমধ্যেই কাজ চলছে। সবাই সেটা দেখতেও পাচ্ছে। তাহলে এখন নতুন করে শিলিগুড়ি থেকে কলকাতা কি কাজ করা হবে সেই ব্যাপারে প্রশ্ন তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এদিন বাজেটে সড়ক প্রকল্পের জন্য টাকা বরাদ্দ করেছে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, তার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারকে খোঁচা দিয়ে এই প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো জানান, ইসলামপুর এবং মালদা তৈরি হয়ে গিয়েছে, কৃষ্ণনগর এবং রানাঘাটের কাজ করতে দেরি করছে কেন্দ্রীয় সরকার। পুরো কাজের প্রস্তুতি হওয়া সত্ত্বেও কাজে দেরী করা হচ্ছে। তাহলে এখন নতুন করে শিলিগুড়ি-কলকাতা কি কাজ করার আছে তা প্রশ্ন করেন তিনি। মমতা মনে করিয়ে দেন, ৩২০০ কোটি টাকার ইতিমধ্যেই করিডোর তৈরি হচ্ছে। এশিয়ান হাইওয়ে দিয়ে বাংলাদেশ, নেপাল এবং ভুটান যোগাযোগ হয়ে গেছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের ওপর রীতিমতো ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, কোচবিহার, মালদা এবং বালুরঘাটে বিমান চালানোর সম্পূর্ণ ব্যবস্থা করে দেওয়া হয়েছে তবুও কেন্দ্রীয় সরকার সেখানে চালায় না। অসম চালাতে পারে কিন্তু বাংলায় চালাতে পারে না, এই বলেই খোঁচা দেন তিনি।

উল্লেখ্য এ দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, পশ্চিমবঙ্গে ৬৭৫ কিলোমিটার স্টেট হাইওয়ে নির্মাণের জন্য ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হল। কলকাতা থেকে শিলিগুড়ি রাস্তা মেরামত করা হবে। এর পাশাপাশি একাধিক সড়ক প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে এই মোটা অংকের অর্থ। একইসঙ্গে জানা গিয়েছে, ১১০০ কিলোমিটার রাস্তা তৈরি হবে কেরলে এবং অসমে ইতিমধ্যেই মেরামতি করা হচ্ছে ১৯,০০০ কিলোমিটার রাস্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 11 =