পুরুলিয়া: গতকাল নন্দীগ্রামে ঐতিহাসিক জনসভা করার পর এ দিন পুরুলিয়া জনসভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক ইস্যুতে এদিনও নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বিজেপিকে আক্রমণ করেন তিনি। সারা বাংলায় বিজেপি কিভাবে মিথ্যে প্রচার করছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে সে বিষয়ে আলোকপাত করার চেষ্টা করেন মমতা। একই সঙ্গে তীব্র শ্লেষ প্রকাশ করে বলেন, বিজেপি মাওবাদীদের থেকেও বেশি ভয়ংকর।
এদিন মমতা বলেন, বিজেপি শুধুমাত্র ভুয়ো ভিডিও ছড়ায়, হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার জন্য। এগুলোতে যাতে সাধারণ মানুষ পাত্তা না দেয় তার আর্জি জানান মমতা। একই সঙ্গে দাবি করেন, বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসে তাহলে পুরুলিয়া আর পুরুলিয়া থাকবে না, রূপসী বাংলা হওয়া থেকে রাজ্য বঞ্চিত হবে। রূপসী বাংলা আর পাবে না মানুষ। একই সঙ্গে ফের মাওবাদী চলে আসবে এলাকায়। মাওবাদীদের থেকেও বিজেপি আরো ভয়ঙ্কর বলে দাবি করেন মমতা। একইসঙ্গে বলেন, বিজেপি যেখানে ঢোকে, বাঁশ হয়ে ঢুকে ফালি হয়ে বের হয়। বিষাক্ত সাপের থেকেও ভয়ঙ্কর বিজেপি, এই বলে কটাক্ষ করেন মমতা বন্দোপাধ্যায়।
তিনি একইসঙ্গে বলেন, নির্বাচনের আগে বিজেপি সবাইকে মন্ডা-মিঠাই খাওয়াবে, আর নির্বাচন হয়ে গেলে কাঁচকলা দেখিয়ে চলে যাবে। এটাই হল বিজেপি দল। একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, ঝাড়খন্ড, ওড়িশায় বিজেপি সরকার নেই, বিহারের নীতীশ কুমারের সরকার রয়েছে বিজেপির নয়। এদিকে বাংলায় যত না আছে, তত বেশি সংবাদমাধ্যমকে কিনে নিয়েছে। তবে এক্ষেত্রে সংবাদ মাধ্যম বা সাংবাদিকদের দোষ দিতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট বলেন, ভয় দেখিয়ে সাংবাদিকদের দিয়ে সব করাচ্ছে বিজেপি। তবে কিছু কিছু সংবাদ মাধ্যমের মাথারা দোষী রয়েছে, সবাই না। এই প্রসঙ্গে নির্দিষ্ট সংবাদমাধ্যমের সমীক্ষা প্রসঙ্গেও আক্রমণ করেন তিনি। বলেন অমিত শাহ ভয় দেখাচ্ছেন বলে সমীক্ষার রিপোর্ট পাল্টে দেওয়া হচ্ছে।