ভারত তো বলাই হয়, হঠাৎ কী হল? দেশের নামবদলের জল্পনা নিয়ে মমতা

কলকাতা: আগামী ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জি২০ সমাবেশে অংশ নেওয়া রাষ্ট্রনেতাদের একটি নৈশভোজে আমন্ত্রণ জানাচ্ছেন। সেই উপলক্ষে আমন্ত্রণপত্রও যাচ্ছে নিমন্ত্রিতদের কাছে। তবে দাবি করা হয়েছে, এই আমন্ত্রণপত্রেই চিরাচরিত ভাবে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’-র পরিবর্তে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’। এই ইস্যুতে এবার সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের নাম এভাবে কেন বদল করা হবে, তা নিয়েই প্রশ্ন তোলেন তিনি।
মঙ্গলবার শিক্ষক দিবস উপলক্ষ্যে কলকাতার ধন ধান্য প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে মন্তব্য করেন, ইন্ডিয়ার নাম চেঞ্জ করে দিচ্ছে বলে তিনি শুনেছেন। রাষ্ট্রপতির নামে যে কার্ড হয়েছে, জি২০-র লাঞ্চে না ডিনারে, তাতে লেখা আছে ভারত বলে। মমতার কথায়, এতে নতুনত্ব কী আছে, ভারত তো সবাই এমনই বলে। তাঁর বক্তব্য, ইংরেজিতে ইন্ডিয়া বলা হয়, হিন্দি এবং বাংলায় ভারত। এতে নতুন করে কিছু বলার নেই। কিন্তু ইন্ডিয়া নামে সারা বিশ্ব এই দেশকে চেনে। তাহলে এমন কী হল, যাতে না বদলাতে হবে, প্রশ্ন তোলেন তিনি।
চলতি মাসেই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে সংসদে। কী কারণে এই সিদ্ধান্ত তা নিয়ে জল্পনা এখনও বহাল। কেউ কেউ ভাবছেন, লোকসভা ভোট হয়তো এগিয়ে আসছে। কিন্তু তাছাড়া অন্য কী হতে পারে, সেটা কারোর কাছেই স্পষ্ট হয়নি। তবে সম্প্রতি রাষ্ট্রপতির আয়োজনে জি২০ বৈঠকে নৈশভোজের আমন্ত্রণপত্রের ছবি প্রকাশ পেতেই আলোচনা আরও তুঙ্গে।