Aajbikel

'নিজের নামে স্টেডিয়াম বানাই না', বিজয়া সম্মেলনী থেকে খোঁচা মমতার

 | 
মমতা

কলকাতা: সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্র ভবানীপুরের বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয় আলিপুরের উত্তীর্ণ সভাগৃহে। সেই অনুষ্ঠান থেকেও তাঁর কাছ থেকে শোনা গেল রাজনৈতিক মন্তব্য। শুধু মন্তব্য নয়, নাম না করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যেমন খোঁচা দিলেন তিনি, একই সঙ্গে ১০০ দিনের বকেয়া টাকার ইস্যু নিয়ে বিজেপি সরকারকে একহাত নিলেন। মমতার কটাক্ষ, তিনি নিজের নামে স্টেডিয়াম বানান না। 

বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, তাঁর প্রচারের দরকার পড়ে না। তিনি নিজের নামে স্টেডিয়াম বানান না। ট্রেন লাইন বানান না। এই মন্তব্য থেকে বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে তিনি কাকে নিশানা করেছেন। সকলের জানা, আমদাবাদের মোতেরা স্টেডিয়াম প্রধানমন্ত্রী মোদীর নামে নামকরণ করা হয়েছে। আর সম্প্রতি এক ট্রেনের নামও তাঁর নাম করার ভাবনা নেওয়া হয়েছে। এই ইস্যুতে কটাক্ষ ছাড়াও ১০০ দিনের কাজ নিয়ে মোদী সরকারকে তোপ দাগেন মমতা। 

পুজোর আগে পর্যন্ত ১০০ দিনের বকেয়া টাকার ইস্যুতে আন্দোলন করেছে তৃণমূল কংগ্রেস। শেষে রাজভবনের আশ্বাসে সেই বিক্ষোভ কর্মসূচি থামিয়েছিল তারা। কিন্তু এখনও তৃণমূলের দাবি মানা হয়নি। এই অবস্থায় দাঁড়িয়ে আজকের এই অনুষ্ঠান থেকেই কেন্দ্রের সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ২৩ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা এই ইস্যুতে। 

Around The Web

Trending News

You May like