Aajbikel

মেয়েরা জ্বলছে, দেশ জ্বলছে! মমতার ভাষণে শুরুতেই উঠে এল মণিপুর

 | 
মমতা

কলকাতা: ২১ জুলাইয়ের মঞ্চে দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় তাঁর ভাষণের শুরুতেই তুললেন মণিপুর প্রসঙ্গ। সম্প্রতি যে ভিডিও ভাইরাল হয়েছিল ওই রাজ্যের তাতে দেখা গিয়েছিল দুই মহিলাকে নগ্ন করে রাস্তায় ঘোরানো হয়েছে। জানা গিয়েছে, তাঁদের আগে ধর্ষণ করা হয়েছিল তারপর শ্লীলতাহানিও করা হয়। এতেই গর্জে উঠে গতকাল সোশ্যাল মিডিয়ায় নিজের ধারনা ব্যক্ত করেছিলেন মমতা। আজ আবার বিজেপি সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন। বললেন, মেয়েরা জ্বলছে, দেশ জ্বলছে। বিজেপি হাত গুটিয়ে বসে আছে। 

মমতা বলেন, এই সরকার বেটি বাঁচাও-এর কথা বলে। কিন্তু আদতে মেয়েরা জ্বলছে দেশে। তাঁর কথায় উঠে আসে বিলকিস বানোর প্রসঙ্গও। তিনি বলেন, যারা ধর্ষণ করল তাদের ছেড়ে দেওয়া হল, জামিন দেওয়া হল। যারা আসল দোষী তাঁদের কোনও শান্তি হয় না। এই প্রেক্ষিতেই তাঁর কথা, ‘‘কোথায় গেল বেটি বাঁচাও স্লোগান? দেশের বেটিরা এখন জ্বলছে।’’ এদিন ধর্মতলা চত্বরে তৃণমূল নেতা-কর্মীদের অপেক্ষার অবসান ঘটিয়ে দুপুর দেড়টা নাগাদ সভামঞ্চে বক্তৃতা দিতে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Around The Web

Trending News

You May like