Aajbikel

‘এজেন্সিরাজ’ চলছে! অভিষেকের হাজিরা হতেই সরব মমতা, মনে করালেন '২০ মে, ২০১১'

 | 
মমতা

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠিকাণ্ডে সিবিআই-জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তাঁর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় ফের সরব হয়ে বিজেপিকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করলেন, মানুষের দ্বারা নির্বাচিত এক সরকার দেশজুড়ে 'এজেন্সিরাজ' চালাচ্ছে। এই প্রেক্ষিতে তিনি মনে করান ২০১১ সালের আজকের দিন অর্থাৎ ২০ মে'র কথা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ১২ বছর আগে এই তারিখেই শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন এই নিয়ে টুইট করে মমতা বলেন, ''৩৪ বছরের দানব শাসনকে উৎখাত করে পশ্চিমবঙ্গে মা-মাটি-মানুষের সরকার গঠনের শপথ নিয়েছিলাম ২০১১ সালের এই দিনটিতে। সেই অঙ্গীকারের আজ পুনর্নবীকরণ করছি এবং জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করছি।'' এরপরেই মমতা বিজেপি সরকারকে তুলোধনা করেন। মন্তব্য করেন, কেন্দ্রে স্বৈরাচারী সরকারের এজেন্সি-রাজ তাদের কাজকে বাধা দিচ্ছে বারবার, চ্যালেঞ্জিং করে তুলছে। কিন্তু সারা দেশে লক্ষ লক্ষ মানুষ তাদের সঙ্গে আছেন। দীর্ঘজীবী হোক ২০ মে, ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই বলা যায়, অভিষেকের জিজ্ঞাসাবাদ ইস্যুতে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন তিনি। আগেই তাঁর দাবি ছিল, তৃণমূলের কর্মসূচি বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পায়। 

আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুন্তল ঘোষের চিঠি মামলায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই। জানা গিয়েছে, চার সদস্যের একটি দল তাঁকে জিজ্ঞাসাবাদ করছে এবং ৫ পাতার একটি প্রশ্নমালা তৈরি করেছে তারা। তবে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে তিনি সিবিআইকেও চিঠি দিয়েছেন।   

Around The Web

Trending News

You May like