ঘরের বউদের কয়লা চোর বলছে! বিজেপিকে চরম হুঙ্কার মমতার

ঘরের বউদের কয়লা চোর বলছে! বিজেপিকে চরম হুঙ্কার মমতার

সাহাগঞ্জ: ঠিক দু’দিন আগে একই জায়গা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করে গিয়েছেন। আজ সেই একই জায়গায় সভা করতে এসে বিজেপিকে চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়লা কাণ্ড নিয়ে মুখ খুলে বিজেপিকে হুঙ্কার দিয়ে তিনি বললেন, বিজেপির সাহস দেখাচ্ছে, বাংলার মা-বোনেদের, ঘরের বউকে কয়লা চোর বলছে! এ প্রসঙ্গে তিনি বলেন, যারা মা-বোনেদের কয়লা চোর বলে তাদের সারা গায়ে ময়লা লেগে আছে।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় সরকারকে এক হাত নিয়ে মন্তব্য করেছেন, নোটবন্দির টাকা কোথায় গেল তার জবাব এখনো পায়নি দেশবাসী। এর জবাব এখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেননি। এদিকে বিএসএনএল বিক্রি হচ্ছে কেন তার জবাব দেওয়া হচ্ছে না, একই অবস্থা কোল ইন্ডিয়ার। অন্যদিকে, রেল প্রকল্পের উদ্বোধন করতে এসেছিলেন প্রধানমন্ত্রী। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রেল মন্ত্রী থাকাকালীন তিনি সব করে দিয়েছেন আর এদিকে দেশের প্রধানমন্ত্রী হয়ে একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছে। মমতার কথায়, সমস্ত রেল প্রকল্পের কাজ তিনি করে দিয়েছেন আর এখন প্রধানমন্ত্রী এসে ফিতে কাটছেন। সবাই বুঝতে পারছে কে কাজ করেছে আর কে দালালি করছে। একইসঙ্গে এদিন বক্তব্য শুরুর সময় ‘খেলা হবে’ স্লোগান তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার বলেন, এবারের সাধারণ নির্বাচনে তিনি গোলরক্ষক থাকবেন। ‌ তিনি দেখতে চান বিজেপি কটা গোল দিতে পারে। তবে বিজেপির সব বল গোলপোস্টের উপর দিয়ে চলে যাবে বলে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিকে, এদিন তৃণমূল কংগ্রেসে নাম লেখালেন ক্রিকেটার মনোজ তেওয়ারি থেকে শুরু করে বাংলা সিনেমা জগতের অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় ব্যক্তিত্বরা। তাদের মধ্যে রয়েছেন রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, জুন মালিয়া এবং বিগত কয়েক সপ্তাহ ধরে সংবাদ শিরোনামে ধাকা অভিনেত্রী সায়নী ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =