না জেনে লিখে এনে…! শাহের কবিপ্রণামকে ‘খোঁচা’ মুখ্যমন্ত্রীর

না জেনে লিখে এনে…! শাহের কবিপ্রণামকে ‘খোঁচা’ মুখ্যমন্ত্রীর

কলকাতা: আজ রবীন্দ্রজয়ন্তী। সারা বাংলা তথা দেশজুড়েই পালন হচ্ছে। আর এইদিনই বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জোড়াসাঁকোয় অমিত শাহ রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাজ্ঞাপন করতে যান। এই ইস্যু নিয়ে সমালোচনা শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর বিষয়টি নিয়ে খোঁচা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ধনধান্যে প্রেক্ষাগৃহে রাজ্য সরকারের রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠান থেকেই এই নিয়ে মন্তব্য করেন তিনি। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, না জেনে লিখে এনে কিংবা টেলিপ্রম্পটার দেখে অনেক বড় বড় কথা বলা যায়, ভাষণ দেওয়া যায়। কিন্তু যাঁদের হৃদয়ে রবীন্দ্রনাথ থাকেন তারা প্রতিদিনই তাঁকে স্মরণ করেন, শ্রদ্ধা জানান। এদিকে আবার আজকের সফরে আসা অমিত শাহের একটি বক্তব্য নিয়ে তীব্র বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস দল। বিশ্বকবির সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, এমনই দাবি করেছে ঘাসফুল শিবির। আসলে অমিত শাহ এদিন ভাষণে বলেন, ভারত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাই নিয়েই সঙ্গে সঙ্গে শুরু হয়ে গিয়েছে বিতর্ক। জাতীয় সঙ্গীত আর জাতীয় স্তোস্ত্র যে এক নয় সেটা ভুলে গিয়েছেন অমিত শাহ, বক্তব্য তৃণমূলের।