রায়দিঘি: বিজেপির থেকে টাকা নিয়ে হায়দারাবাদের একটি পার্টি বাংলায় সংখ্যালঘু ভোট ভাগের চেষ্টা করছে এবং তাঁর সঙ্গ দিচ্ছে ফুরফুরা শরীফের এক চ্যাঙরা! রায়দিঘির জনসভায় এমন মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কার বলেন, বাংলায় হিন্দু এবং মুসলমান সম্প্রীতি নষ্ট করতে প্রাণপণ চেষ্টা করছে বিজেপি এবং সেই কারণে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে তারা। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য হায়দারাবাদের একটি দল এবং ফুরফুরা শরীফের এক চ্যাঙরাকে টাকা দিয়েছে বিজেপি বলে দাবি করেন মমতা।
এদিন জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের জায়গায় জায়গায় গিয়ে হিন্দু এবং মুসলমান সম্প্রীতি নষ্ট করতে উদ্যোগী হয়েছে বিজেপি। এর জন্য হায়দ্রাবাদ থেকে বিজেপির বন্ধুরা এসেছে এবং এখানে ফুরফুরা শরীফের এক চ্যাংড়াকে কয়েক কোটি টাকা দিয়েছে বিজেপি। মমতার বক্তব্য, ধর্ম নিয়ে রাজনীতি করে বাংলায় হিন্দু এবং মুসলমান সম্প্রীতি নষ্ট করতে চাইছে তারা। তবে সাধারন মানুষকে সচেতন থাকতে হবে যাতে তারা বিজেপির হুমকিতে ভয় না পায়। তিনি আরো বলেন, বাংলার বিভিন্ন জায়গায় গিয়ে এইভাবে ভয় দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনী এবং বিজেপির সাজানো পুলিশ। কিন্তু সবার উদ্দেশ্যে মমতার বার্তা, কেউ যেন ভয় না পান কারণ ভোটের পরেই এরা পগার পার হয়ে যাবে। বাংলায় এরা থাকবে না, বাংলায় বাংলার লোক থাকবে। এর পাশাপাশি মমতা আরো দাবি করেন, গত ১০ বছরের তৃণমূল কংগ্রেস যা কাজ করেছে সেটা এর আগে কোন সরকার করতে পারেনি। তাই আগামী দিনে মানুষ যদি চান কন্যাশ্রী প্রকল্প চালুক, স্বাস্থ্য সাথী প্রকল্পের কাজ বন্ধ না হোক, তাহলে বিজেপিকে বাংলা থেকে খরচ করতে হবে বলে দাবি করেছেন তিনি। অতএব বাংলাকে সচল রাখতে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতার স্পষ্ট বক্তব্য, সংখ্যালঘু এলাকায় যদি বিজেপি এসে অত্যাচার করতে যায় তাহলে সবাই যেন আযানের ধ্বনি দেন। সকলকে মনে রাখতে হবে যে বাংলায় হিন্দু-মুসলিম অশান্তি করা কখনই যাবে না, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলতে হবে কারণ এই বাংলায় যেমন সবাই মিলে দুর্গাপূজা পালন করে, ঠিক তেমনি কালীপুজো এবং ইফতার পালিত হয়।