‘সরকারের উদাসীনতা আর কতদিন চলবে?’ হাওড়া-মুম্বই মেল দুর্ঘটনায় কেন্দ্রকে তোপ মমতার

কলকাতা:মঙ্গলবার সকালে ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। লাইন থেকে ছিটকে যায় ট্রেনের ১৮ টি কামরা। ফের রেল দুর্ঘটনার খবর আসতেই শোক…

কলকাতা:মঙ্গলবার সকালে ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। লাইন থেকে ছিটকে যায় ট্রেনের ১৮ টি কামরা। ফের রেল দুর্ঘটনার খবর আসতেই শোক প্রকাশ করেন তিনি৷ পাশাপাশি আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের উদ্দেশে তাঁর প্রশ্ন, “এটাই কি সরকার চালানোর নমুনা?” রেলকে নিয়ে সরকারি উদাসীনতা কবে থামবে? সেই প্রশ্নও তুলেছেন মমতা৷

 

এক্স হ‍্যান্ডেলে তিনি লিখেছেন, ‘‘আমি সত‍্যিই জানতে চাই, এটা কেমন সরকার? প্রতি সপ্তাহে এক একটা দু:স্বপ্নের মতো, মৃত‍্যু এবং আহতের মিছিল যেন শেষ হচ্ছে না। আর কতদিন আমাদের এ সব সহ্য করতে হবে?’’