কলকাতা: নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হওয়ার পরেই সেখানে একাধিক পোস্টার পড়েছে বহিরাগত ইস্যু নিয়ে। পোস্টারে বলা হয়েছে, ‘মেদিনীপুরের ভূমিপুত্র চাই, বহিরাগত নয়।’ বিজেপি তরফে এখানে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। তাই এই পোস্টারের স্পষ্ট বোঝা যাচ্ছে কার উদ্দেশ্যে এই পোস্টার দেওয়া হয়েছে। এই বহিরাগত ইস্যু নিয়ে দিন নন্দীগ্রামের জনসভা থেকে অভিমানের সুরে মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে বললেন, দাঁড়ানো উচিত নয় মনে করলে তিনি মনোনয়ন জমা দেবেন না! চলে যাবেন এখান থেকে।
মমতা বলেন, যারা হিন্দু-মুসলমান ভাগাভাগি করছে, যারা গুজরাট থেকে শুরু করে রাজস্থান থেকে বাংলায় আসছে, তারা এখানকার লোক হয়ে যাচ্ছে, আর তাঁকে বহিরাগত বলা হচ্ছে। দলের সহ কর্মীদের উদ্দেশ্যে মমতা বলেন, সহকর্মীরা দলের সম্পদ। তারা যদি মনে করেন তাঁর এখানে দাঁড়ানো উচিত হয়নি, তাহলে বলে দিতে পারেন। আগামীকাল মনোনয়ন জমা দেবেন না তিনি! মমতার দাবি, যদি সকলে তাকে ঘরের মেয়ে মনে করেন তাহলেই তিনি মনোনয়ন জমা দেবেন। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এই বহিরাগত ইস্যু নিয়ে আরও বলেন, বাংলার বাইরে থেকে যারা আসছেন তাদের ঘরের লোক বলা হচ্ছে, এদিকে তাঁকে বলা হচ্ছে বহিরাগত। তিনি যদি বহিরাগত হন তাহলে বাংলার মুখ্যমন্ত্রী হওয়া উচিত ছিল না তাঁর। এই প্রসঙ্গেই মমতা বলেন, তিনি হিন্দু ঘরের মেয়ে, কিন্তু হিন্দু কার্ড খেলতে যাবেন না। কারণ হিন্দু ধর্মের আদর্শ মানুষকে ভালোবাসা, যা শিখিয়েছেন বিবেকানন্দ।
আরও পড়ুন: ‘ভুলতে পারি সবার নাম, ভুলব নাকো নন্দীগ্রাম’, বার্তা দিলেন ‘দিদি’
জনসভার শুরুতেই সম্প্রীতির বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এখানে এসে কেউ কেউ বলছে ৭০-৩০ এর কথা, কিন্তু মনে রাখতে হবে পুরো ১০০ শতাংশই তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, মানুষে মানুষে ভাগাভাগি হয় না। একইসঙ্গে বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান তোলেন, “ভুলতে পারি সবার নাম, ভুলব না কো নন্দীগ্রাম”।