ভ্রাতৃবধূর করোনা অথচ ভাইয়ের ঘোরাঘুরি! ধমকে ‘গৃহবন্দি’ করেছেন মমতা

ভ্রাতৃবধূর করোনা অথচ ভাইয়ের ঘোরাঘুরি! ধমকে ‘গৃহবন্দি’ করেছেন মমতা

কলকাতা: বিশ্বের তথা দেশের করোনা গ্রাফ একেবারেই ভাল নয়। দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখন আবার ওমিক্রন প্রজাতি নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ। দেশের একাধিক রাজ্যের মতো বাংলাতেও বাড়ছে ভাইরাস কেস। ইতিমধ্যেই রাজ্য সরকার কড়াকড়ি শুরু করেছে এবং একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কিন্তু অনেকেই এখনও মাস্ক ব্যবহার করছেন না, কোভিড বিধি মানছেন না বলে আজ ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই নিয়ম না মানার ঘটনা যে তাঁর বাড়িতেও ঘটেছে সেটাও স্পষ্ট করে দেন তিনি। এই প্রেক্ষিতে ‘চ্যারিটি বিগিন্স অ্যাট হোম’ প্রসঙ্গ টানলেন মমতা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন। জানাচ্ছিলেন যে কী ভাবে অনেকেই নিয়ম না মেনে রাস্তায় ঘোরাঘুরি করছেন। এই প্রসঙ্গেই তিনি নিজের ভাইয়ের বউয়ের ব্যাপারে বলেন। মমতা জানান, তাঁর বাড়িরই একজন নিয়ম মানেননি। তাঁর ভাইয়ের বউয়ের কোভিড হয়েছিল। কিন্তু ভাই এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিল। তাতে তিনি অফেন্ডেড হয়েছিলেন। পরে রীতিমত ধমকে তাঁকে গৃহবন্দি করেন তিনি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, সবাইকে সচেতন হতে হবে। মমতার আরও সংযোজন, বাড়িতে কারও কোভিড হলে যে বাকিদেরও আইসোলেশনে থাকা উচিত, সেটা ভুলে গিয়েছে অনেকেই। তবে এই ঘটনা জানার পর অনেকেই প্রশ্ন তুলেছেন যে, খোদ মুখ্যমন্ত্রী বাড়ির কেউ যদি এইভাবে নিয়ম লঙ্ঘন করেন, তাহলে রাজ্যের সাধারণ মানুষকে সচেতন কে করবে।  

মমতা আজ আরও জানিয়েছেন, অনেকেই কথা শুনছেন না, মাস্ক পরছেন না। রাস্তায় মাস্ক ছাড়া ঘুরছেন, শুধু কোথাও খেতে যাওয়ার আগে বা ঢোকার আগে মাস্ক পরে নিচ্ছেন নাহলে ঢুকতে পারবেন না। এতে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, বাংলার করোনা গ্রাফে যদি আগামী কয়েকদিনে উন্নতি না হয় তাহলে আরও কড়া বিধিনিষেধ আরোপ হতে পারে। মমতার কথায়, আগামী ১৫ দিন খুবই গুরুত্বপূর্ণ, এই সময় ‘ওয়ার্ক ফ্রম হোম’-এ জোর দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =