Aajbikel

নতুন মুখ্যমন্ত্রীর শপথ, কর্ণাটকে নিজে না গিয়ে এই সাংসদকে পাঠাচ্ছেন মমতা

 | 
মমতা

কলকাতা: শনিবার দুপুর সাড়ে ১২টায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন বর্ষীয়ান নেতা সিদ্দারামাইয়া। জানা গিয়েছিল, অন্যান্য অনেক বিরোধী দলের নেতাদের মতো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই শপথ অনুষ্ঠানে হাজির থাকবেন। কিন্তু এখন জানা গেল তিনি এই অনুষ্ঠানে যাচ্ছেন না। তবে রাজ্য সরকারের প্রতিনিধি হয়ে হাজির থাকবেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সোশ্যাল মিডিয়ায় এমনটা জানিয়েছেন অন্য এক তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। 

অনেকেই ভেবেছিলেন এই শপথগ্রহণ অনুষ্ঠানে মধ্যমণি হয়ে উঠতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তেমনটা হওয়ার আর সম্ভাবনা নেই। কারণ আগেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না। তাঁর বদলে লোকসভায় তৃণমূলের উপ দলনেতা কাকলি ঘোষ দস্তিদার যোগ দেবেন এই অনুষ্ঠানে। টুইটে তৃণমূল সাংসদ ডেরেক জানান, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো ব্যক্তিগতভাবে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তবে তিনি না যাওয়ায় বেঙ্গালুরুর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কাকলি ঘোষ দস্তিদার। 

সূত্রে মারফত জানা গিয়েছে, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও থেকে শুরু করে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমার, আরজেডি সভাপতি লালুপ্রসাদের ছেলে তেজস্বী যাদবকেও আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি আমন্ত্রণ জানানোর কথা, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকেও। এছাড়া শরদ পাওয়ারের এনসিপি, উদ্ধব ঠাকরের শিবসেনা (বালাসাহেব), হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্সের মতো সহযোগী দলগুলি আমন্ত্রণ পেতে পারে বলেও জানা গিয়েছে। সব মিলিয়ে শনিবার আবার একবার এই শপথ অনুষ্ঠানকে ঘিরে বিরোধীদের 'চাঁদের হাট' হওয়ার সম্ভাবনা বাড়ছে।   

Around The Web

Trending News

You May like