কলকাতা: শুক্রবার শহিদ দিবসের সভামঞ্চ থেকে বারংবার মণিপুর প্রসঙ্গ টেনেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে যেভাবে নারীদের ওপর অত্যাচার করা হচ্ছে, বিবস্ত্র করে, ধর্ষণ করে ঘোরানো হচ্ছে, তার প্রতিবাদ জানিয়েছেন তিনি। এই ইস্যুতেই কেন্দ্রের বিজেপি সরকারের উদাসীনতার কথা বলে তোপ দেগেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহদের। আসন্ন লোকসভা নির্বাচনে যে তারা ধরাশায়ী হতে চলেছেন সেই হুঙ্কারও দিয়েছেন মমতা। কিন্তু কী ভাবে সম্ভব হবে সেটা? এইক্ষেত্রে মমতার মুখে শোনা গিয়েছে নারীশক্তির কথা।
অনেক দেরিতে হলেও মণিপুর ইস্যুতে মুখ খোলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন, ঘটনা ভীষণ লজ্জাজনক। যদিও বিরোধীরা এই মন্তব্যে তেমন সন্তুষ্ট হতে পারেননি বরং কোনও পদক্ষেপ না নেওয়ার জন্য কেন্দ্রকে নিশানা করেছে। আজ ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ও আলাদা করে এই বিষয়ে সুর চড়ান। তিনি বলেন, আপনার (পড়ুন নরেন্দ্র মোদী) মনটা বড় করুন। আপনি বিদেশে গিয়ে দেশের জন্য কাঁদছেন। আর আপনাদের জন্য দেশের মানুষ কাঁদছে। আপনার মনে মা-বোনেদের প্রতি এতটুকু ভালবাসা নেই? প্রশ্ন তুলে তাঁর হুঁশিয়ারি, একদিন এই মহিলারাই আপনাদের ছুড়ে ফেলে দেবে। একই সঙ্গে মমতা এও জানান, ‘ইন্ডিয়া’র মুখ্যমন্ত্রীদের নিয়ে তিনি মণিপুর যেতে চান।
মমতা এদিন জানান, শেষ কয়েক দিন বহু মানুষের প্রাণ গিয়েছে মণিপুরে। পাশাপাশি আদিবাদী, দলিত নারীদের ওপর যে অত্যাচার, বর্বরতা এবং অসভ্যতা চলছে তার প্রতিবাদেই তিনি বিজেপি সরকারকে ধিক্কার জানাচ্ছেন। একই সঙ্গে ওই অত্যাচারিত নারীদের পাশে দাঁড়িয়ে তিনি তাঁদের বীর বলেও সম্বোধন করেন। বলেন, তারা যাতে ভয় না পান, এগিয়ে যান। এরপরই মণিপুরের ঘটনা নিয়ে তিনি ১ মিনিট নীরবতা পালন করেন মঞ্চ থেকেই।