৪২ হাজার কর্মসংস্থান হবে! প্রকল্পের উদ্বোধনে নয়া হদিশ

৪২ হাজার কর্মসংস্থান হবে! প্রকল্পের উদ্বোধনে নয়া হদিশ

কলকাতা: আজ বহু চর্চিত ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই প্রকল্প চালুর সঙ্গে সঙ্গে নয়া কর্মসংস্থানের হদিশ দিলেন তিনি। সবমিলিয়ে রাজ্যে নতুন ৪২ হাজার কর্মসংস্থান হবে বলে এদিন দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে রেশন ডিলারদের জন্যও সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। 

আজ মমতা জানান, বাড়ি-বাড়ি রেশন পৌঁছে দিতে এবার থেকে দু’জন করে কর্মী নিতে পারবেন রেশন ডিলাররা। তাঁদের মাইনে হবে ১০ হাজার টাকা করে। তবে এই ক্ষেত্রে অর্ধেক মাইনে দেবে রাজ্য সরকার এবং অর্ধেক মাইনে দেবে ডিলাররা, অর্থাৎ ৫ হাজার করে। এতদিন রেশন ডিলাররা কর্মী নিয়োগ করতে পারতেন না। কিন্তু এবার থেকে তাঁরা দুজন করে কর্মী নিয়োগ করতে পারবেন। এই হিসেবেই রাজ্যে ৪২ হাজার কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, রেশন ডিলারশিপ নিতে আগে ৫ লক্ষ টাকা লাগত, সেটা মাঝে ২ লক্ষ টাকা করা হয়েছিল। কিন্তু এখন তা পাওয়া যাবে মাত্র ৫০ হাজার টাকাতেই। এদিকে, হিসেব বলছে, এই প্রকল্পের জন্য ২১ হাজার গাড়ি লাগবে রাজ্যের। এই প্রেক্ষিতে তিনি এও জানান, নিজের গাড়িতে রেশন পৌঁছে দিলে ডিলারকে ১ লক্ষ টাকা করে দেবে রাজ্য সরকার। 

এছাড়া আজ প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী দাবি করেন, বাংলার সরকারের মত মানবিক সরকার আর কোথাও পাওয়া যাবে না। দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেওয়া সেবার কাজ। আর সেই প্রকল্পের সুচনা করতে পেরে তিনি গর্বিত। মমতা জানান, তাঁর সরকারের প্রকল্পগুলিকে গোটা দেশ মডেল করছে, নকল করছে। এটাই ‘আজ বাংলা যা ভাবে, ভারত তা আগামীকাল ভাবে’র আদর্শ উদাহরণ। তিনি এও বলেন, আগে যে চাল সরকার দিত তা খাওয়া যেত না, বেশিরভার মানুষ নিতে চাইতেন না। কিন্তু এখন বাংলার সরকার রাজ্যের কৃষকদের থেকেই চাল কেনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *