কলকাতা: কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে দু’দিনের ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ধর্নার প্রথম দিনে রেড রোডে অম্বেদকর মূর্তির সামনের মঞ্চে দলের নেতা তথা রাজ্যের একাধিক মন্ত্রী তাঁর সঙ্গে ধর্নায় সামিল হয়েছেন। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্না দেওয়ার কথা থাকলেও আজ ধর্নামঞ্চে দলীয় লোগো দেখা যায়। সেই নিয়ে ব্যাখ্যা দিয়ে মমতা ‘ডবল ডিউটি’র কথা বলেন। একই সঙ্গে নিশানা করেন কেন্দ্রের বিজেপি সরকারকে।
আরও পড়ুন: নিয়োগ কাণ্ডে আবার তল্লাশি অভিযানে ইডি, পর্ষদ কর্মীর ফ্ল্যাটে হানা
কেন্দ্রের থেকে বকেয়া পাওনার দাবিতে তিনি যে ধর্নায় বসতে চলেছেন, সে কথা আগেই ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকলেই জানত মুখ্যমন্ত্রী হিসেবেই এই ধর্না দিচ্ছেন তিনি। কিন্তু দলের লোগো থাকার বিষয়টি নিয়ে তিনি নিজেই এদিন ব্যাখ্যা দেন। মমতা স্পষ্ট বলেন, এটা রাজ্য সরকারের তরফে নয়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে এই ধর্নামঞ্চ। তিনি একদিকে যেমন দলের সুপ্রিমো, অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীও। তাই এখানে মুখ্যমন্ত্রী হিসেবে এসে তিনি ডবল ডিউটি পালন করছেন। তাঁর সঙ্গে সব মন্ত্রীরাও আছেন বলে অবগত করেন মমতা। এই প্রেক্ষিতেই কেন্দ্রকে নিশানা করে তাঁর কটাক্ষ, বিজেপির মতো সরকারের টাকা মিসইউজ করছেন না তারা।
” style=”border: 0px; overflow: hidden”” title=”গাড়ির টাকা কোথায় পেলেন শতরূপ? কুণাল ঘোষের আক্রমণ! Kunal Ghosh slams Shatarup Ghosh” width=”853″>
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘‘এবারেও বাজেটেও ১০০ দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র। আবাসন-রাস্তার টাকা বাকি। ১২ হাজার নতুন রাস্তা আমরা করছি। নিজেদের টাকা দিয়ে করছি। আমরা রাস্তা বাবদ, ১০০ দিনের কাজ এবং আবাসনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা পাই।’’ তিনি আরও বলেন, ‘‘কিছু না থাকলেও সিবিআই, ইডি চলে আসছে।”
ঘোষণা
এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের নিজস্ব। প্রযুক্তিগত সমস্যার কারণে এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের পাতায় নাও দেখা যেতে পারে৷ ফলে, সব খবরের জন্য অবশ্যই নজর রাখুন https://aajbikel.com/ -এই লিঙ্কে৷
আমাদের ফেসবুক পেজ – https://www.facebook.com/Aajbikal
আমাদের ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/@AajBikelNews -এ নজর রাখতে পারেন