ওবিসি সংরক্ষণ চলছে, চলবে: ওবিসি নিয়ে কলকাতা হাই কোর্টের নির্দেশ ফুঁসে উঠলেন মমতা

কলকাতা: তৃণমূল জমানায় দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বা সার্টিফিকেট বাতিল করে দিয়েছে কলকাতা হাই কোর্ট৷ ওবিসি সংরক্ষণ নিয়ে কলকাতা হাই কোর্ট যে রায় মানতে নারাজ মমতা…

কলকাতা: তৃণমূল জমানায় দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বা সার্টিফিকেট বাতিল করে দিয়েছে কলকাতা হাই কোর্ট৷ ওবিসি সংরক্ষণ নিয়ে কলকাতা হাই কোর্ট যে রায় মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর একটাই কথা, ওবিসি সংরক্ষণ চলছে, চলবে।  এ ভাবে কোনও সংশাপত্র বাতিল করে দেওয়া যায় না। এই রায়কে ‘বিজেপির রায়’ বলে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি৷

 

২০১১ সাল থেকে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার। বুধবার কলকাতা হাই কোর্ট ২০১০ সালের পর থেকে পাওয়া রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে। ফলে আদালতের নির্দেশ মূলত কার্যকর হবে তৃণমূল জমানায় ইস্যু করা ওবিসি সার্টিফিকেটের উপরেই।

 

মমতার দাবি, এই রায়ের মাধ্যমে মুসলিমদের সংরক্ষণ বাতিল করার কৌশল নিয়েছে বিজেপি। তাঁর কথায়, ‘‘দেশে কখনও ভাগাভাগি হতে পারে না। এটা বাংলার জন্য এক কলঙ্কিত অধ্যায়। হিন্দুকে বাদ দিলাম, মুসলিমকে রাখলাম। এটা হতে পারে? স্পর্ধা তো কম নয়! বিজেপির কোনও পলিসি নিয়ে কোনও কথা বলার সাহস আছে?’’ আদালতের দিকে আঙুল তুলে মমতা আরও বলেন, ‘‘নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য এই রায়। উনি যা বলছেন, কেউ কেউ সেটাই করছেন।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *