কলকাতা: বাংলার বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যজুড়ে স্লোগান উঠেছিল ‘খেলা হবে’। নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর ঘাসফুল শিবির দাবি করেছে যে বিজেপির সঙ্গে আসল খেলা হয়ে গেছে। কিন্তু আজ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন তাতে স্পষ্ট হল যে খেলা এখনো বাকি আছে। তিনি স্পষ্ট জানালেন যে রাজ্যে রাজ্যে খেলা হবে।
এদিন মমতা বলেন, খেলা একটা হয়ে গিয়েছে, ২ মে রাজ্যের মানুষ খেলা দেখিয়ে দিয়েছে। কিন্তু যতদিন না পর্যন্ত দেশ থেকে বিজেপিকে বিতাড়িত করা যায় ততদিন পর্যন্ত রাজ্যে রাজ্যে খেলা হবে, এভাবেই সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন তিনি। মমতার স্পষ্ট কথা, বিজেপিকে বিদায় না করতে পারা পর্যন্ত খেলা হবে। প্রত্যেকটা বুথে বুথে খেলা হবে এবং রাজ্যে রাজ্যে খেলা হবে। এর পাশাপাশি তিনি আরো জানান, ১৬ আগস্ট ‘খেলা দিবস’ হিসেবে পালিত হবে বাংলায়। একই সঙ্গে বিজেপিকে নিশানা করে তিনি মন্তব্য করেন, বিজেপি সর্বত্র স্বৈরাচার চালাচ্ছে৷ ভোটে বিজেপি কী করেছে সেটাও সবাই দেখেছে৷ সমস্ত পুলিশ কর্তাদের বদলি করা হয়েছিল৷ নির্বাচন কমিশন বিজেপি’র পার্টি অফিসে পরিণত হয়েছিল৷ গণতন্ত্র সঙ্কটে৷
আরও পড়ুন- রাজধানীতে শহিদ দিবস, তৃণমূলের মঞ্চে শরদ, চিদম্বরম, দিগ্বিজয়! কৃতজ্ঞতা জানালেন ‘দিদি’
একই সঙ্গে মমতার অভিযোগ, আজ ত্রিপুরায় তাদের শহিদ দিবস পালন করতে দেওয়া হয়নি৷ অন্য কোনও দলকে কোনও কর্মসূচি পালন করতে দেয় না ওঁরা৷ ত্রিপুরাই তার প্রমাণ৷ এটাই কি গণতন্ত্র? প্রশ্ন তোলেন তিনি। মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না বিজেপি। মানুষকে হেনস্থা করছে, বলে তোপ মমতার।