কৌশিক সালুই, বীরভূম: জাতীয় সড়কের অচলাবস্থা নিয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে বিধায়ককে নতুন উপায় বাতলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্ষোভ মিছিল করার পরামর্শ দেন তিনি। সোমবার বীরভুমের বোলপুরে তিনি প্রশাসনিক সভা করেন। সেখানে দুবরাজপুরের বিধায়ক নরেশ বাউরি শহরের ৬০ নম্বর জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে অভিযোগ তোলেন। জানান জাতীয় সড়ক কর্তৃপক্ষের এনিয়ে কোনও হেলদোল নেই।
তখনই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এটা তো আমার হাতে নেই। এটা কেন্দ্রীয় সরকারের হাতে। ওরা কৃষ্ণনগরেও তাই করেছে, রানাঘাটেও তাই করেছে।” কেন্দ্র সরকারকে তোপ দেবে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র এমন ইচ্ছাকৃত করে। এরপরই তিনি ওই বিধায়ককে প্রতিবাদের উপায় বলে দেন। জানান, ওই রাস্তায় যেন বিধায়ক ও তাঁর অনুগামীরা ভাল করে পোস্টার লাগান। সেখানে লেখা থাকবে, ‘কেন্দ্রীয় সরকার কেন এই রাস্তা ঠিক করছে না, জবাব দাও। না করতে পারলে রাজ্যকে দিন আমরা করে দেব। এটা মিছিল মিটিং করে আওয়াজ তোলো।”
দীর্ঘদিন ধরে রানিগঞ্জ মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের অবস্থা খারাপ। এই রাস্তা বীরভূমের উপর দিয়ে গিয়েছে। কিন্তু সিউড়ি, দুবরাজপুরের মতো শহর হওয়া সত্ত্বেও রাস্তা ঠিক হয়নি। সিউড়ি শহর লাগোয়া সড়কের কিছু মেরামত করা হলেও এখনও সম্পূর্ণটা হয়নি। দুবরাজপুরের অধিবাসী জানিয়েছেন, দুবরাজপুর শহরের ৬০ নম্বর জাতীয় সড়ক দীর্ঘদিন বেহাল। ফলে প্রায়শই শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দুবরাজপুর শহরটি এমনিতেই বেশ ঘিঞ্জি। সব মিলিয়ে যানজট এড়াতে রাস্তার সংস্কার প্রয়োজন বলে জানা তাঁরা। জনসাধারণের সেই দাবিই মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন স্থানীয় বিধায়ক নরেশ বাউরি।