লড়াইটা আমি ভার্সেস বিজেপি, ২৯৪ আসনে লড়ছি! নারী দিবসে মমতা

লড়াইটা আমি ভার্সেস বিজেপি, ২৯৪ আসনে লড়ছি! নারী দিবসে মমতা

কলকাতা: গতকাল শহরে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তথা বিজেপির ব্রিগেড। গতকালই শিলিগুড়িতে জনসভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মিছিল এবং জনসভা করলেন তিনি। তারকা প্রার্থী এবং সদস্যদের সঙ্গে নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন মমতা। নারী দিবসের ভাষণে আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, “লড়াইটা আমার ভার্সেস বিজেপির, ২৯৪ আসনে আমি একা লড়ছি৷”

এদিন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নারী দিবস উপলক্ষে মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী ক্ষেত্রে জনসভা করে বক্তৃতা দিয়ে তিনি বলেন, সব জেলার, সব ব্লকের কর্মীরা দলের প্রার্থীদের ঘরের মেয়ের মত, ঘরের ছেলের মত দেখবেন এবং তাদের নির্বাচনে জেতাবেন। এই প্রেক্ষিতে মমতার কথা, “২৯৪ টা আসনে মনে রাখবেন আমি লড়াই করছি। লড়াইটা আমার ভার্সেস বিজেপির। বিজেপির টাকা আছে, মেশিনারি আছে, গুন্ডা আছে। আমার কিছু নেই, আমার সঙ্গে ১০০ ভাগ মানুষ আছে।” এর পাশাপাশি মমতা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেন, তিনি প্রধানমন্ত্রীর চেয়ারকে সম্মান করেন, কিন্তু একজন প্রধানমন্ত্রী যে এভাবে মিথ্যা কথা বলতে পারে সেটা খুব তাজ্জব ব্যাপার। পৃথিবীর কোন দেশে এমনটা দেখা যায় না। 

আরও পড়ুন‘পয়া’ শুক্রে ঘোষণা, সোমে তৃণমূলের প্রার্থী বদল! ‘গৃহযুদ্ধে’র আগুন ঘাসফুলে!

এর পাশাপাশি গুজরাট এবং উত্তর প্রদেশের ধর্ষণ এবং খুনের খতিয়ান তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মোদী এবং শাহেরা এখানে এসে মিথ্যাচার করেন। বলা হয়, বাংলার মেয়েরা সুরক্ষিত নয়। কিন্তু বাংলার মেয়েরা বিকেল থেকে শুরু করে সন্ধ্যে, রাতে এবং ভোরে, যে কোনো সময় বের হতে পারে, চাকরি করতে পারেন, ঘুরতে যেতে পারে। এদিকে ধর্ষণের ঘটনায় শীর্ষে নরেন্দ্র মোদীর প্রিয় রাজ্য উত্তর প্রদেশ। একইসঙ্গে গুজরাটের ধর্ষণ এবং খুনের ঘটনা অবিশ্বাস্য হারে বৃদ্ধি পেয়েছে বলে খতিয়ান দেখান মমতা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক তারকা প্রার্থী যাদের মধ্যে উল্লেখযোগ্য নাম, সায়নী ঘোষ, কৌশানী মুখোপাধ্যায্‌ লাভলী মৈত্র সহ প্রমুখ। একই সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, মালা রায়, নেত্রী সুদেষ্ণা রায় সহ আরো অনেকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =