‘মারছে তৃণমূলে পড়ছে বিজেপির ফুলে’, মোদীর গ্যারান্টি ৪২০! চাঁচাছোলা আক্রমণ মমতার

বনগাঁ: চার দফা ভোটের পর একটা ছবি স্পষ্ট যে, বিজেপি আর থাকছে না। বনগাঁর জনসভা থেকে জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ভোট প্রচারে…

বনগাঁ: চার দফা ভোটের পর একটা ছবি স্পষ্ট যে, বিজেপি আর থাকছে না। বনগাঁর জনসভা থেকে জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ভোট প্রচারে বাংলায় এসে নরেন্দ্র মোদীর মুখে বারবার শোনা গিয়েছে, ‘মোদী কী গ্যারান্টি’র কথা৷ সেই গ্যারান্টিকে ‘জুমলা’ বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘মোদী সকাল-সন্ধে যা বলছেন, সেটা আদতে নো-গ্যারান্টি। পুরোটাই ভুয়ো।’’

এদিন আরও একবার তাঁর মুখে উঠে আসে কেন্দ্রীয় বঞ্চনার কথা৷ মমতা বলেন, ‘‘বাংলায় বাড়ির টাকা দিচ্ছে না, সুস্বাস্থ্য কেন্দ্রের টাকা বন্ধ করে দিয়েছে। ফুড ডিপার্টমেন্টের টাকা বন্ধ। ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না। এদিকে রোজই বড় বড় কথা বলছে।” এর পরই মোদীকে তীব্র কটাক্ষ করেন মমতা বলেন, ”সকাল-সন্ধে নিজের নো গ্যারান্টি মুখ দেখিয়ে বেরাচ্ছেন। যা বলছে পুরোটাই ভাঁওতা। একমাত্র তৃণমূল গ্যারান্টি দিতে পারে, বিজেপি যে গ্যারান্টির কথা বলছে তা আসলে ৪২০ গ্যারান্টি!”

 

বিস্ফোরক অভিযোগ তুলে মমতা আরও বলেন, ‘‘জানেন, আমরা ধরে ফেলেছি। ভোট দিতে গিয়ে  মারছে তৃণমূলে পড়ছে বিজেপির ফুলে। সঙ্গে সঙ্গে হাতেনাতে ধরেছি আমরা৷ সেই মেশিন বদল করিয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *