কলকাতা: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ভাষণ শুরু করা থেকেই মণিপুর ইস্যুতে বিজেপিকে একহাত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সোশ্যাল মিডিয়ায় নিজের ধারনা ব্যক্ত করেছিলেন মমতা। আজ আবার বিজেপি সরকারের বিরুদ্ধে গর্জে উঠে বলেন, মেয়েরা জ্বলছে, দেশ জ্বলছে। এমনকি এবার বিজেপি কী করবে, তাদের পরিকল্পনা কী, সেটাও ব্যাখ্যা করলেন তৃণমূল সুপ্রিমো। পুলওয়ামা প্রসঙ্গ তুলে বিস্ফোরক দাবি তাঁর।
মমতা তাঁর ভাষণে শ্লেষাত্মক আক্রমণ করে বলেন, ”বিজেপির এখন প্ল্যান হচ্ছে, পুলওয়ামার মতো তৈরি করে ঘটনা সাজিয়ে দিয়ে নিজেরাই ফেক ভিডিও করবে। যেমন সিনেমা তৈরি হয়। নিজেরাই ফেক নাটক তৈরি করে বাংলাকে অসম্মান করার চক্রান্ত করেছে।” তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে এটা স্পষ্ট, তিনি মণিপুরের কথা বলতে গিয়ে বাংলা, রাজস্থান, ছত্তিশগড়ের নাম করেছেন। যদি প্ল্যানিং না থাকে তাহলে বলতেন না। এরপরই মণিপুরের প্রসঙ্গ তূলে তিনি বলেন, তাঁর প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে ইচ্ছে করে যে, মণিপুরের মানুষদের প্রতি তাঁর কি কোনও ভালোবাসা নেই, কতদিন মেয়েরা জ্বলবে? কতদিন দলিত, সংখ্যালঘুরা মরবে? মমতার তোপ, বিজেপি মানুষ মারার সওদাগর।