বাংলাই গেম চেঞ্জার, দেশকে নেতৃত্ব দিচ্ছে! স্পেনের বণিকমহলকে বার্তা মমতার

বাংলাই গেম চেঞ্জার, দেশকে নেতৃত্ব দিচ্ছে! স্পেনের বণিকমহলকে বার্তা মমতার

mamata

বার্সালোনা: দুবাই এবং স্পেন সফরে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশ থেকে রাজ্যের জন্য বিনিয়োগ আনাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। আর সেই কাজের জন্যই স্পেনের বণিকমহলকে বিশেষ বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জানালেন, বর্তমানে দেশকে নেতৃত্ব দিচ্ছে বাংলা, এই রাজ্যই গেম চেঞ্জার। তাই বিনিয়োগ করতে হলে এখানেই করতে হবে। 

মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরের সপ্তম দিন ছিল। মাদ্রিদের পর বার্সালোনা পৌঁছন তিনি। সেখানে অনুষ্ঠিত শিল্প সম্মেলনের আসর থেকেই বাংলা নিয়ে বিশেষ বার্তা দিলেন তিনি। মমতা বলেন, বাংলা এখন দেশের মধ্যে সবচেয়ে উন্নতিশীল রাজ্য। ভারতকে নেতৃত্ব দিচ্ছে বাংলাই। তাই এই রাজ্যে বিনিয়োগ করলে লাভ ছাড়া ক্ষতি নেই। জমি থেকে যোগাযোগ, শ্রমিক সবই মিলবে পশ্চিমবঙ্গে। এর পাশাপাশি রাজ্যের ‘বনধ কালচার’ নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী। বিদেশি শিল্পপতিদের জানান, বঙ্গে আগে কথায় কথায় বনধ হত। এখন একটাও কর্মদিবস নষ্ট হয় না। 

এই অনুষ্ঠানে ভারতীয় শিল্পমহলের তরফেও অনেকে উপস্থিত ছিলেন। হর্ষ নেওটিয়া থেকে শুরু করে প্রবাসী শিল্পপতি কমল মিত্তল, তারাও বাংলায় বিনিয়োগের সুবিধা ব্যাখ্যা করেন। তারা জানান, গত ১০ বছর ধরে বাংলায় ধারাবাহিক অগ্রগতি হয়েছে। আগামী দিনে আরও বিনিয়োগ এলে যে অনেক বেশি উন্নতি হবে রাজ্যের তাও জোর দিয়ে বলেন সকলে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 1 =