কলকাতা: রাত পোহালেই সরস্বতী পুজো, বাঙালির ভ্যালেন্টাইনস ডে। এই উপলক্ষে আজ রাজ্যবাসীকে এক অভিনব ‘উপহার’ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশিত হল তাঁর লেখা গান! এই গান প্রকাশের মাধ্যমে রাজ্যের সকলকে বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
“বসন্ত পঞ্চমীতে/যৌবন এসো নতুন স্রোতে/ভেঙে ফেলো বাধা বিঘ্ন/হতাশাকে কর ছিন্ন”… এই গানটির রচনা এবং ভাবনা দুটোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং এই গান গেয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত অ্যাকাডেমির শিল্পীরা। এই গানের সুর দিয়েছেন দেবজ্যোতি মিশ্র। গান প্রকাশ করে নিজের টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “বসন্ত পঞ্চমীর পুণ্যলগ্নে আপনাদের সকলের জন্য রইল আমার রচনা ও ভাবনায়, দেবজ্যোতি বোসের সুরে পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত অ্যাকাডেমির শিল্পীদের গাওয়া একটি গান। সকলকে জানাই বসন্ত পঞ্চমীর ও সরস্বতী পুজোর আন্তরিক শুভেচ্ছা। বাংলা মেতে উঠুক সম্প্রীতির সুরে”। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নতুন গান নিয়ে উন্মাদনা ঘাসফুল শিবিরের মধ্যে।
“বসন্ত পঞ্চমীতে যৌবন এসো নতুন স্রোতে ভেঙে ফেলো বাধা বিঘ্ন হতাশাকে কর ছিন্ন” বসন্ত পঞ্চমীর পুণ্যলগ্নে আপনাদের সকলের…
Posted by Mamata Banerjee on Sunday, 14 February 2021
তবে এই ধরনের লেখনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথমবার নয়। এর আগে একাধিকবার দুর্গা পুজোর গান থেকে শুরু করে নানা বিধ কবিতা লিখেছেন তিনি। একইসঙ্গে ছবি এঁকে তা বিক্রি করেছেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শৈল্পিক সত্তা নিয়ে বারংবার আক্রমণ করেছে বিজেপি সহ অন্যান্য বিরোধীরা। তার আঁকা ছবি এবং লেখা কবিতা নিয়ে একাধিকবার কটাক্ষ করা হয়েছে। যদিও এই ধরনের ঘটনায় দমে যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি