কলকাতা: গত ১১ মার্চ ইস্তেহার প্রকাশের কথা থাকলেও নন্দীগ্রামের ঘটনার জেরে সেটি পিছিয়ে যায়। পরবর্তী কিছু জানা গিয়েছিল নন্দীগ্রাম দিবসের দিন অর্থাৎ ১৪ মার্চ ইস্তেহার প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেদিনও প্রকাশিত হয়নি সেটি। আজ কালীঘাটে নিজের বাড়ি থেকে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ করার প্রাক মুহূর্তেই তিনি দাবি করলেন, গত ১০ বছরে তৃণমূল কংগ্রেস সরকার ১১০ শতাংশ কাজ করেছে। এছাড়াও বর্তমান রাজ্য সরকারের একাধিক প্রকল্প যেমন কন্যাশ্রী থেকে সবুজ সাথী, প্রত্যেকটি প্রকল্প বিশ্বমঞ্চে পুরস্কৃত হয়েছে বলে মনে করিয়ে দেন তিনি।
এদিন ইস্তেহার প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বিধবা ভাতা বেড়ে মাসে ১ হাজার টাকা হবে। বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে রেশন। এদিকে, শিক্ষার জন্য এই ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ পাওয়া যাবে। যোগ্য পড়ুয়াদের জন্য ১০ লাখ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড আনা হবে। চার শতাংশ সুদ দিতে হবে। জামিনদার লাগবে না। কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, দুয়ারের সরকার চলবে। বছরে ৪ বার করে দুয়ারে সরকার হবে। কৃষকদের ব্যাপারেও আলোকপাত করেন তিনি। জানান, কৃষকেদের বার্ষিক ১০ হাজার টাকা। ১ কাঠা জমি থাকলেই সেই কৃষককে বছরে ১০ হাজার টাকা সাহায্য করবে সরকার। ক্ষমতায় ফিরলে প্রতি পরিবারকে বছরে ৬ হাজার টাকা। সাধারণ পরিবারকে মাসে ৫০০ টাকা। তফশিলি পরিবারকে মাসে ১ হাজার টাকা করে দেওয়া হবে বলে এদিন জানিয়েছেন মমতা।
আরও পড়ুন: তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে ১০ অঙ্গীকার, কী কী প্রতিশ্রুতি দিলেন মমতা?
পাশাপাশি মমতা জানান, বার্ষিক পাঁচ লাখ কর্মসংস্থান তৈরি করা হবে। সরকারি চাকরি, ১০০ দিনের কাজ-সহ। এছাড়াও বাংলার মানুষের মাথাপিছু আয় দ্বিগুণ হয়েছে বলেও এদিন দাবি করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, মেয়েদের জন্য আরও বেশি স্কুল কলেজ তৈরি হবে। অনেক জনগোষ্ঠীকে ওবিসি তালিকায় নিয়ে আসা হবে।