মণিপুরে মহিলাদের নির্যাতন দেখে ক্রুদ্ধ মমতা, দিলেন প্রতিবাদের ডাক

মণিপুরে মহিলাদের নির্যাতন দেখে ক্রুদ্ধ মমতা, দিলেন প্রতিবাদের ডাক

কলকাতা: গণধর্ষণের পর দুই মহিলাকে নগ্ন করে ঘোরানো, শ্লীলতাহানি করা! মণিপুরের ভয়ানক ভিডিও সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছে দেশে। বিতর্কিত এই ভিডিওকে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে সরাতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু এখনও পর্যন্ত যারা এই অমানবিক ভিডিও দেখেছেন তারা সকলে একদিকে যেমন বাকরুদ্ধ, অন্যদিকে ক্ষুব্ধ। এই তালিকায় আছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মণিপুরের সেই বেদনাদায়ক ভিডিও দেখে তিনি নিজের ক্ষোভ সামলাতে পারছেন না। ইতিমধ্যেই প্রতিবাদের ডাক দিয়েছেন তিনি। 

বুধবার সমাজমাধ্যমে উত্তর-পূর্বের এই রাজ্যের যে ভিডিও ছড়িয়ে পড়েছে তা দেখে হতভম্ব হয়েছেন সকলে। মণিপুর পুলিশ দাবি করেছে থৌবল জেলায় নংপোক সেকমাই থানার অদূরে ওই দুই মহিলার ওপর হামলা হয়। গোটা বিষয় নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, মণিপুরের ভয়াবহ ভিডিয়োটি দেখে তাঁর হৃদয় কেঁপে গিয়েছে এবং তিনি ক্রুদ্ধ হয়েছেন। বর্বরোচিত এই কাজ সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে, যা মানবতার জন্য নয়। এই অমানবিক কাজের প্রতিবাদ ও ভুক্তভোগীদের বিচারের জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন তিনি। একই সঙ্গে মমতার বক্তব্য, প্রান্তিক নারীদের ওপর যে অত্যাচার হয়েছে তার কষ্ট এবং যন্ত্রণা ভাষায় প্রকাশ করা যায় না। 

ইন্ডিজেনাস ট্রাইবাল লিডার্স ফোরামের বিবৃতি অনুযায়ী, একদল ব্যক্তি দুই মহিলাকে জোর করে নগ্ন করে ওই অবস্থায় রাস্তায় হাঁটতে বাধ্য করে। নিগৃহীত ওই দুই মহিলা কুকি সম্প্রদায়ের। ওই দুই মহিলা কাতরভাবে সাহায্যের আর্জি জানাচ্ছিলেন। তবে কেউ এগিয়ে আসেননি। ইতিমধ্যে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তাঁর বলেন, ‘‘মণিপুরের ঘটনা যে কোনও সভ্য সমাজের পক্ষে লজ্জার। ওই ঘটনা দেশের ১৪০ কোটি মানুষের মাথা নীচু করে দিয়েছে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + fifteen =