কুম্ভমেলা সুয়োরানি, গঙ্গাসাগর কি দুয়োরানি? কেন্দ্রকে তোপ মমতার

কুম্ভমেলা সুয়োরানি, গঙ্গাসাগর কি দুয়োরানি? কেন্দ্রকে তোপ মমতার

00b8ae1d1d68befb235010b9e652e3ab

কলকাতা: মেলার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে তিনদিনের সফরে গঙ্গাসাগরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ দুপুরে কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে কেন্দ্রকে একহাত নিলেন তিনি৷ কেন্দ্রের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুললেন তিনি৷  

এদিন মুখ্যমন্ত্রী বলেন, অনেক লড়াইয়ের পর ইউনেস্কো দুর্গা পুজোকে হেরিটেজ ঘোষণা করেছে৷ গঙ্গাসাগরও বাংলার একটা বড় উৎসব৷ গঙ্গাসাগর মেলাকে জাতীয় উৎসব করার আর্জি জানিয়ে বহুবার কেন্দ্রকে চিঠি পাঠিয়েছেন বলেও জানান তিনি৷ এদিন কিছুটা ক্ষোভের সুরেই মমতা বলেন, ‘‘কুম্ভ মেলার যাবতীয় খরচ কেন্দ্রীয় সরকার দেয়৷ কিন্তু গঙ্গাসাগর মেলার জন্য একটা টাকাও দেয় না৷ কুম্ভ মেলা সুয়োরানি হলে গঙ্গা সাগর কি দুয়োরানি? আমাদের কাজ আমরাই করে নেব। একটু সময় লাগবে।”

তিনি আরও বলেন, ফি বছর ২০ থেকে ৩০ লক্ষ মানুষ গঙ্গাসাগরে আসে৷ কুম্ভ প্রথম হলে এটা দ্বিতীয় হওয়া উচিত৷ কুম্ভ মেলার চেয়ে গঙ্গাসাগর কোনও দিক থেকেই কম নয়৷ কুম্ভমেলা সড়ক ও রেলপথের সঙ্গে যুক্ত৷ কিন্তু গঙ্গাসাগরে আসার একমাত্র পথ হল নদী৷ সেই জন্যেই বলা হয় সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার৷ এর পরেই তিনি বলেন, কিন্তু এখন মানুষ একবার নয়, একাধিকবার এখানে আসেন৷ আগে গঙ্গাসাগরে থাকার জায়গাও ছিল না৷ এখন সমস্ত ব্যবস্থা করা হয়েছে৷ গঙ্গাসাগর বাংলার অন্যতম বড় উৎসব৷  আমফান-যশের মতো প্রাকৃতিক দুর্যোগে এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। তাও ঘুরে দাঁড়িয়েছে গঙ্গাসাগর। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *