আইন-শৃঙ্খলার নয়া বিলের খসড়া পড়ে আপত্তি মমতার! তাড়াহুড়োতে সায় নয়

আইন-শৃঙ্খলার নয়া বিলের খসড়া পড়ে আপত্তি মমতার! তাড়াহুড়োতে সায় নয়

কলকাতা: দেশের ফৌজদারি দণ্ডবিধিতে আমূল পরিবর্তন আনার উদ্যোগ নিয়ে একাধিক বদল করেছে কেন্দ্রের বিজেপি সরকার। আগেই জানানো হয়েছে, ‘ইন্ডিয়ান পেনাল কোড’, ‘ক্রিমিনাল প্রসিডিওর কোড’ এবং ‘ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট’ বদলে হতে চলেছে ভারতীয় ন্যায়সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য। তবে এই বদল নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁর বক্তব্য পেশ করে মোদী সরকারকে একহাত নিয়েছেন। আপাতত এই ইস্যুতে রাজনৈতিক মহল সরগরম। 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাঁর ‘এক্স’ হ্যান্ডেলে যা লিখেছেন তার সারমর্ম হল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তৈরি খসড়াগুলি তিনি পড়ে স্তম্ভিত হয়েছেন। তাঁর মনে হয়েছে, এই বদলের মধ্যে অত্যন্ত কড়া এবং কঠোর নাগরিক বিরোধী বিধি প্রবর্তনের একটি গুরুতর প্রচেষ্টা রয়েছে। মমতার দাবি, রাষ্ট্রদ্রোহ আইন প্রত্যাহার করে বর্তমান কেন্দ্রীয় সরকার যা চাইছে তা আরও কঠোর এবং স্বেচ্ছাচারী ব্যবস্থা। এতে নাগরিকরা আরও মারাত্মক ভাবে প্রভাবিত হতে পারে বলে অভিমত তাঁর। এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারনা হয়েছে, রাষ্ট্রদ্রোহ আইন আরও কঠোর করতে হয়তো এই পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। তাঁর দাবি, এই প্রচেষ্টা গণতান্ত্রিক পদ্ধতিতে হওয়া উচিত। 

প্রসঙ্গত, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, ভারতের মাটিতে ইংরেজ শাসনের ভিত্তিকে আরও পাকাপোক্ত করাই লক্ষ্য ছিল আগের আইনের। কিন্তু এখন তার বদলের সময় এসেছে। এই প্রেক্ষিতে রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্ত আইন সম্পূর্ণ ভাবে বাতিল করা হয়েছে। সূত্রের খবর, বিজেপি সরকার চাইছে আসন্ন লোকসভা নির্বাচনের আগে সংসদের শীতকালীন অধিবেশনেই তিনটি বিল পাশ করিয়ে নিতে। কেন্দ্রের এই তাড়াহুড়োর বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + eighteen =