কলকাতা: তপশিলি জাতি এবং উপজাতি সম্মেলনে যোগ দিয়ে এদিন একদিকে যেমন ভারতীয় জনতা পার্টির শিবিরকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে নিজের দল তথা রাজ্য সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে নতুন স্লোগান তুললেন তিনি। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন স্লোগান, “তৃণমূলের বিকল্প হবে তৃণমূলই। আরো উন্নত তৃণমূল”। এই স্লোগান শোনার পর স্বাভাবিকভাবেই রাজ্যবাসীর বামফ্রন্ট আমলের এক স্লোগানের কথা মনে পড়ে যাচ্ছে। সেই স্লোগান ছিল, “বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট”! তাহলে কি এখন বিজেপির মত সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে স্লোগান চুরির অভিযোগ তুলবে?
এ দিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি শুধু দাঙ্গা ছাড়া আর কিছুই চায় না। তবে তৃণমূল কংগ্রেস সরকার হচ্ছে জনদরদি সরকার। মা মাটি মানুষের সরকার। বাংলায় তৃণমূল কংগ্রেসের বিকল্প শুধু তৃণমূল, আরো উন্নততর তৃণমূল। মমতা বলেন, ভবিষ্যতে তৃণমূল আরো উন্নততর তৃণমূলের দিকে যাবে, তাই পরবর্তী ক্ষেত্রে আরো উন্নয়ন হবে। উল্লেখ্য, ২০০১ সালের বিধানসভা ভোটের আগে বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বাধীন বামেদের স্লোগান ছিল, ‘‘বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট।’’ সেই বছর ১৯৯৬ সালের নির্বাচনের চেয়েও ভাল ফল করেছিল তারা। তাহলে এবার কি সেই বিষয়ের কথা ভেবেই মমতার মুখে এই স্লোগান উঠে এল, বিশ্লেষণে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
এদিকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরো অভিযোগ করেছেন যে, খাদ্যের টাকা এবং উন্নয়নের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিকে একে একে সব বিক্রি করে দিচ্ছে। গোটা দেশ বিক্রি করে দিচ্ছে বিজেপি বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি এও জানান, টালিগঞ্জের কয়েকজন শিল্পীকে বিজেপি আইটি সেল ভয় দেখাচ্ছে এবং টাকার লোভ দেখিয়ে তাদের জন্য প্রচার করতে বলছে। মমতার কথায়, মানুষ বুঝে গিয়েছে বিজেপি মানেই বিপদ। গোটা পৃথিবী বুঝতে পারছে বিজেপি মানে বিপদ।