কলকাতা: গতকাল নির্বাচন কমিশন তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে প্রচারে একদিনে নিষেধাজ্ঞা জারি করেছে। সেই প্রেক্ষিতে আজ রাত আটটা পর্যন্ত প্রচার করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করে আজ দুপুরে ধর্নায় বসেছিলেন তিনি। তিন ঘণ্টা অবস্থান বিক্ষোভ করার পর অবশেষে ধর্না তুলে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাত আটটার পর দুটি জনসভা করার কথা রয়েছে তাঁর। নিয়ম অনুযায়ী পঞ্চম দফার ৭২ ঘণ্টা আগে নির্বাচনী প্রচার বন্ধ করে দিতে হবে। সেই প্রেক্ষিতে আজ রাতের দু’ঘণ্টাই সময় রয়েছে মমতার কাছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক ও প্ররোচনামূলক মন্তব্যের অভিযোগ এনে সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত তার প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। তার প্রতিবাদে আজ বেলা ১২ টা থেকে ধর্নায় বসেছিলেন তিনি। নিষেধাজ্ঞা শেষ হওয়ার আধ ঘণ্টার মধ্যে তৃণমূল সুপ্রিমো বিধাননগর ও বারাসতে জনসভা করবেন। অন্যদিকে, বুধবার বিজেপি নেতা রাহুল সিনহার ভোটের প্রচার থাকলেও তারও প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। শীতলকুচির ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন বিরোধীরা৷ পাল্টা বিজেপিকে দুষেছে তৃণমূল৷ এরই মধ্যে চরম বিতর্ক উস্কে সোমবার রাহুল সিংহা বলেন, সেদিন কেন্দ্রীয় বাহিনীর ৮ জনকে গুলি করে মারা উচিত ছিল! তাঁর এই মন্তব্যের জেরেই এবার ৪৮ ঘণ্টার জন্য রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন৷ আজ দুপুর ১২টা থেকে ১৫ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত কোনও সভা করতে পারবেন না বিজেপি প্রার্থী৷
এদিকে, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে শীতলকুচি নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য নির্বাচন কমিশন নোটিশ পাঠিয়েছে এবং কাল সকালের মধ্যে উত্তর চেয়েছে। যদিও নিজের বিতর্কিত মন্তব্য থেকে সরে আসছেন না দিলীপ ঘোষ। এদিন আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। দাবি করেন, ২৪ ঘন্টা নয়, মুখ্যমন্ত্রীকে পুরো নির্বাচনের জন্যেই নিষিদ্ধ করে দেওয়া উচিত ছিল।