যিশু খ্রিস্টের জন্মদিন জাতীয় ছুটি হবে না কেন? বিজেপিকে বিঁধলেন মমতা

প্রশ্ন তুললেন, কেন যীশু খ্রিস্টের জন্মদিন জাতীয় ছুটি হিসেবে গণ্য হবে না।

ae934ed25379b7e47689be1c0ab60324

 

কলকাতা: ক্রিসমাস উৎসবের উদ্বোধন এগিয়ে ফের একবার কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যিশু খ্রিস্টের জন্মদিন প্রসঙ্গে গেরুয়া শিবিরকে একহাত নিলেন তিনি। মমতা প্রশ্ন তুললেন, কেন যিশু খ্রিস্টের জন্মদিন জাতীয় ছুটি হিসেবে গণ্য হবে না। ধর্মের ভিত্তিতে রাজনীতি করে সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলছে বিজেপি, এমনই অভিযোগ করলেন মমতা।

এদিন ক্রিসমাস উৎসবের উদ্বোধন এগিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বলেন, গোটা দেশ তথা বিশ্বের যিশু খ্রিস্টের জন্মদিন পালন হয়। পশ্চিমবঙ্গে ছুটি থাকে কিন্তু দেশজুড়ে জাতীয় ছুটি ঘোষণা করেনি এই বিজেপি সরকার। মমতার কথায়, আগে এই দিনে ছুটি গণ্য হত, কিন্তু বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তা বাতিল করে দিয়েছে। খ্রিস্টান ধর্মের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে এদিনসন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, খ্রিস্টান ধর্মাবলম্বী যারা তাদের কি আবেগ নেই, কেন তাদেরকে এইভাবে বঞ্চনা করা হবে। উল্লেখ্য, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন কে জাতীয় ছুটি হিসেবে গণ্য করার জন্য অনেক আগে থেকে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও বিজেপির তরফ সে এখনো ইতিবাচক কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। এবার যিশু খ্রিস্টের জন্মদিনকে কেন্দ্র করে ফের একবার বিজেপিকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে, জাতীয় সঙ্গীত বদল প্রসঙ্গেও এদিন নবান্ন থেকে বিজেপিকে আক্রমণ করেন তিনি। বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সংগীত বদলাতে চায় তারা। কিন্তু একটা বিষয় সবাইকে মনে রাখতে হবে, তৃণমূল কংগ্রেস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন অবমাননা মানবে না, যারা জাতীয় সংগীত বদল করতে চাইছে তাদের ছেড়ে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন মমতা। একইসঙ্গে মনে করিয়ে দেন, তৃণমূল কংগ্রেস রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে, গান্ধীজী, কবি নজরুল সবাইকে সম্মান করে। তাদের কারুর অবমাননা হতে দেওয়া যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *