কলকাতা: আজ সোমবার শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন মন্ত্রিসভার সদস্যরা৷ নিজের হাতে সেই তালিকা তৈরি করেছেন খোদ মুখ্যমন্ত্রী৷ এবারের মন্ত্রিসভায় থাকছে বেশ কিছু চমক৷ রয়েছে একাধিক নতুন মুখ৷ তবে মন্ত্রিসভায় থাকছে নবীন-প্রবীণের মেলবন্ধন৷ আজ সকালে ১১টার সময় শপথ নেবেন তাঁরা৷
আরও পড়ুন- করোনা আবহে শুল্ক প্রত্যাহারের দাবি মুখ্যমন্ত্রীর
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী হিসাবে তৃতীয়বার শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার ৪৩ জন মন্ত্রীর তালিকা রাজভবনে জমা দেওয়া হয়েছে৷ এর মধ্যে ২৪ জন পূর্ণমন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং ১০ জন স্বাধীন স্বাধীন দফতর৷ এই তালিকায় রয়েছেন বেশ কিছু পুরনো মন্ত্রী৷ রয়েছে ১৭টি নতুন মুখ৷ তবে নির্বাচনে অংশ না নিলেও, অর্থমন্ত্রী হিসাবে অমিত মিত্রকেই বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনিও আজ শপথ নেবেন৷ তবে অসুস্থতার জন্য ভার্চুয়ালি শপথ নেবেন তিনি৷ উল্লেখ্য বিষয় হল কামারহাটি থেকে ভোটে জিতলেও মন্ত্রী তালিকায় নাম নেই মদন মিত্রের৷
এবারের মন্ত্রিসভায় যাঁরা নতুন মুখ, তাঁরা হলেন, হুমায়ুন কবীর, মনোজ তিওয়ারি, বঙ্কিম হাজরা, রথীন ঘোষ, পুলক রায়, বিপ্লব মিত্র, রত্না দে, অখিল গিরি, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাত, বুলুচিকি বরাইক, দিলীপ মণ্ডল, আক্রুজ্জমান, বীরবাহা হাঁসদা, পরেশ অধিকারী, জ্যোৎস্না মান্ডি৷ এদিকে স্বরাষ্ট্র ও স্বাস্থ্য নিজের হাতেই রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর অমিত মিত্রকে অর্থমন্ত্রী করার ৬ মাসের মধ্যে যে কোনও কেন্দ্র থেকে জিতিয়ে আনা হবে।
আরও পড়ুন- পরিস্থিতি খতিয়ে দেখতে নন্দীগ্রামে কেন্দ্রের প্রতিনিধি দল, কথা বললেন স্থানীয়দের সঙ্গে
দক্ষিণ ২৪ পরগণায় ৩১টি আসনের মধ্যে ৩০টি আসন পেয়েছে তৃণমূল৷ ফলে এখান থেকেও মমতার মন্ত্রিসভায় দেখা যেতে পারে নতুন মুখ৷ মন্ত্রী হতে পারেন সওকত মোল্লা৷ এবারের নির্বাচনে অনেক তারকাকেই টিকিট দিয়েছিল তৃণমূল৷ তাঁদের মধ্যে অনেকেই জিতে বিধায়ক হয়েছেন। কিন্তু রবিবার মন্ত্রীদের যে তালিকা রাজভবনে জমা দেওয়া হয়েছে তাতে তাঁদের কারও নাম চোখে পড়েনি৷ বরং ক্রিকেট দুনিয়া থেকে আসা মনোজ তিওয়ারির নাম রয়েছে। উল্লেখ্য বিষয় হল, এবারও মন্ত্রিসভায় কলকাতার দাপট৷ অনেকটাই ব্রাত্য জেলা৷