মুকুল রায়ের ‘প্রশংসা’ মমতার! বিজেপির দ্বন্দ্ব বাড়ানোর ছক?

মুকুল রায়ের ‘প্রশংসা’ মমতার! বিজেপির দ্বন্দ্ব বাড়ানোর ছক?

নন্দীগ্রাম: সম্প্রতি এক জনসভায় দাঁড়িয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিলেন যে রাজ্যে ক্ষমতায় এলে তিনি আর দিলীপ ঘোষ সরকার চালাবেন। নন্দীগ্রামের বিজেপির প্রার্থীর ওই মন্তব্যে ইতিমধ্যেই বিতর্কে বিজেপি শিবির। প্রাথমিক পর্যায় থেকেই বিজেপির অন্দরে যে মুকুল রায় এবং দিলীপ ঘোষ দ্বন্দ্ব রয়েছে তা সকলেরই জানা। এবার শুভেন্দু অধিকারীর মন্তব্যে তা আরো স্পষ্ট হয়েছে। এবার সেই সংঘাতকেই কি আরো বাড়িয়ে দিতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে কারণ আজ তিনি মুকুল রায় সম্পর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন।

এদিন টেঙ্গুয়া মোড় ক্রসিংয়ের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শুভেন্দু অধিকারীর মত অন্তত মুকুল রায় নন! তিনি এতটাও খারাপ নন। একই সঙ্গে বিজেপিকে এক হাত নিয়ে তিনি মন্তব্য করেন, ভারতীয় জনতা পার্টি নিজের দলের লোককেই টিকিট দেয়নি। এদিকে মুকুলের জায়গা হচ্ছে ব্যারাকপুর, ভাটপাড়া, জগদ্দল। আর ওকে প্রার্থী করেছে কৃষ্ণনগরে! বিজেপি গোটা দলটাই ধার করা বলে মন্তব্য করেন মমতা। বলেন, সব তৃণমূলের গদ্দারকে টিকিট দিয়েছে এদিকে নিজেদের লোকগুলো টিকিট দেয়নি তারা। সব প্রার্থী ধার করে দাঁড় করিয়েছে বলে কটাক্ষ করেন তিনি। এর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও এক হাত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য করেন, তিনি খেলাটা ভুল খেলেছেন কারণ নিজের লোক গুলোকে ঠকিয়ে সিপিএমকে মত দিয়েছেন আর তৃণমূলকে ভাঙতে গিয়ে নিজের দলটাকে ভেঙে দিয়েছেন। 

অন্যদিকে আবার আজকের এই জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের পায়ে দাঁড়াতে দেখা যায়। জাতীয় সংগীত গাইবেন বলে হুইল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন তিনি। কয়েকজনের সাহায্য নিয়ে কার্যত এক পায়ে দাঁড়িয়ে জাতীয় সংগীত গান মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =