কলকাতা: যাকে বলে একেবারে ল্যান্ডস্লাইড ভিক্ট্রি। কলকাতা পুরভোটে বিপুল ব্যবধানে জয় পাওয়ার মুখে তৃণমূল কংগ্রেস। মোটামুটি ভোটের ফল কী হতে পারে তা স্পষ্ট। ইতিমধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার, শহরের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে কটাক্ষ করেছেন বাম-কংগ্রেস, বিজেপিকে। ভোটের ফলে কার্যত মনখুশ মমতার।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তিনি মা-মাটি-মানুষের প্রতি ভীষণ কৃতজ্ঞ, মা মাটি মানুষ যত সমর্থন দেবে আরো বেশি মাথা নত করে, আরো বেশি কৃতজ্ঞতার সঙ্গে আরও বেশি করে কাজ হবে। এরপরেই তিনি বিরোধিতদের খোঁচা দিয়ে বলেন, বিরোধীরা কার্যত ধুয়ে মুছে সাফ। মানুষের রায়ে বিজেপি ভো-কাট্টা হয়ে গিয়েছে, সিপিএম নো পাত্তা বাই দ্য পিপল, আর কংগ্রেস… দে আর দ্য স্যান্ডউইচ। এভাবেই কটাক্ষ করেছেন তিনি। মমতা আরও জানান, নাগরিকবৃন্দ তাঁদের যেভাবে সমর্থন করেছে তাতে তিনি সকল মা-মাটি-মানুষকে, ভাই-বোনেদের প্রণাম এবং ধন্যবাদ জানাচ্ছেন। মমতার কথায়, এই নির্বাচন গণ উৎসব এবং এটা গণতন্ত্রের জয়।
ইতিমধ্যেই একাধিক ওয়ার্ডে জিতে গিয়েছে ঘাসফুল শিবির, আবার কয়েকটি ওয়ার্ডে জিতেছে বিজেপি। তবে বাকিদের আসন সংখ্যা যে ১০-১২ পেরোবে না তা কার্যত স্পষ্ট। এখনই যা চিত্র ধরা পড়ছে তাতে ৬০ শতাংশের আশেপাশে ভোট পেতে পারে ঘাসফুল শিবির। আর বিরোধীরা ১০ থেকে ১৫ টি আসন পেতে পারে। শেষ পাওয়া খবর, তৃণমূল কংগ্রেসের আপাতত এগিয়ে ১৩৩ আসনে, বিজেপি ৪ আসনে এবং বাম-কংগ্রেস ২ টি করে আসনে।