নন্দীগ্রাম: ‘খেলা হবে’, তৃণমূল কংগ্রেসের এই স্লোগানে মাতোয়ারা রাজ্য থেকে দেশ। ঘাসফুলের নেতা থেকে শুরু করে বিজেপি, এমনকি সিপিএমের কর্মী সদস্যদের মুখেও এই স্লোগান ঘুরপাক খাচ্ছে। এই স্লোগান তুলে দিন নন্দীগ্রাম থেকে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে ধর্ম এবং অন্যদিকে ভোট গণনা নিয়ে বিরোধীদের কটাক্ষ করলেন তিনি।
এদিন নন্দীগ্রামে কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে এক হাত নিয়ে মমতা বলেন, “বলুন ধর্ম নিয়ে খেলবেন? খেলা হবে”। মমতার কথায়, মুখস্ত করে বাংলায় চলে আসে আরে পা টেনে টেনে মিথ্যে কথা বলে। কেউ যেন তাঁকে হিন্দু ধর্ম নিয়ে জ্ঞান দিতে না আসে। এই প্রসঙ্গে তিনি বলেন, কেউ যেন পার টেনে টেনে নির্বাচনের সময় মিথ্যা কথা না বলতে আসেন, সব সময় যেন সত্যি কথা বলা হয়। অন্যদিকে, নন্দীগ্রামে ভোট গণনার দিন খেলা হবে বলেও হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ২ মে খেলা হবে, সেদিন দেখা যাবে কার কত জিভের জোর রয়েছে। কিন্তু নিজেদের কর্মী এবং সমর্থকদের উদ্দেশে মমতার বার্তা, কেউ এমন কোনো কথা বলবেন না যাতে কটু বাক্য শোনায়। একইসঙ্গে তিনি দাবি করেন, এখানে অনেকে ধমকানো এবং চমকানো হচ্ছে, টাকার লোভ দেখানো হচ্ছে। কিন্তু এখানকার মানুষ জানেন টাকা নিয়ে কি করতে হয়। একইসঙ্গে নন্দীগ্রামে তিনি কি কি কাজ করেছেন তার আংশিক খতিয়ান এদিন তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে, সভার শুরতেই মাইক নিয়ে সমস্যা তৈরি হয়। বোঝা যায়, মাইক হয়তো তেমন ভাল নয় কারণ গেইন আসছিল। একটু বেশি জোরে কথা বলতে হচ্ছিল। তখন অবশ্য মমতা ব্যাপারটিকে গুরুত্ব না দিয়ে বলেন যে, গ্রামের মাইক, হতেই পারে এমন। কিন্তু সভা শেষের সময় তিনি নিজের রাগ চাপতে পারলেন না। রেগে আগুন হয়ে তিনি বলেই ফেললেন, ‘আজকের মাইকটা সত্যি খারাপ। এই মাইকে ভাষণ দেওয়া সম্ভব নয়। একদিনেই আমার গলা বসিয়ে দিয়েছেন। যে করেছেন, ঠিক করেননি। দিস ইজ নট ফেয়ার’!