বিজেপির তিনটে গুণ, লুঠ, দাঙ্গা, মানুষ খুন: মমতা

বিজেপির তিনটে গুণ, লুঠ, দাঙ্গা, মানুষ খুন: মমতা

এগরা: নন্দীগ্রামে আহত হওয়ার পর সোমবার থেকে নিজের নির্বাচনী প্রচার ফের একবার শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত কয়েকদিনে একাধিক জায়গায় জনসভা করেছেন তিনি। আজ প্রথম জনসভা করলেন এগরায়। সেখানে বক্তৃতা দিয়ে বিজেপিকে চরম আক্রমণ করলেন তিনি, একেবারে নিজের স্বাভাবিক ভঙ্গিতে। আজ সাধারণ মানুষকে বিজেপির তিনটি ‘গুণের’ ব্যাপারে অবগত করলেন নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী। 

মমতা আজ বললেন, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার একটা দুর্নীতিগ্রস্থ সরকার, অপদার্থ সরকার। তাদের মূলত তিনটি ‘গুণ’ রয়েছে, লুঠ করা, দাঙ্গা করা আর মানুষ খুন করা! মমতার কটাক্ষ, ৫০০ টাকা চুরি করলে ওটা চোখে দেখা যায়। আর লক্ষ লক্ষ টাকা চুরি করলে সেটা চোখে দেখা যায় না। জনসভায় আগত সকলকে বার্তা দিয়ে মমতা একপ্রকার সতর্ক করে বলেন, বাংলায় কেউ বিজেপিকে ভোট দিলে আর বিজেপিকে ক্ষমতায় নিয়ে এলে মা-বোনেরা বাড়ি থেকে বেরোতে পারবে না। কারণ বিজেপিতে যারা মহিলা রয়েছেন তারা নিজেরাই সুরক্ষিত নয়। বিজেপির হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে এবং তার জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে বলে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন, বিজেপি যদি একবার বাংলায় চলে আসে তাহলে সেটাই সবচেয়ে বড় আঘাত হয়ে যাবে। কারণ ওরা মুখে মুখে হরি নাম বলে কিন্তু পেছনে ডাকাতি করে। তাই কোনভাবেই বাংলায় ওদের জায়গা দেওয়া যাবে না। 

আরও পড়ুন- শ্লীলতাহানির পর রাখি পড়ালেই জামিন! হাইকোর্টের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

তিনি আরও মন্তব্য করেন, যারা আদতে গদ্দার এবং মীরজাফর, আজ তারা বিজেপি শিবিরে নাম লিখিয়ে প্রার্থী হয়েছে। আর বিজেপির যারা পুরনো নেতা তারা আজ ঘরে বসে কাঁদছে। মমতার কথায়, সিপিএমের কিছু হার্মাদ এবং তৃণমূল কংগ্রেসের কিছু চোর-চিটিংবাজ এখন বিজেপি শিবিরে নাম লিখিয়ে সবার ওপর ছড়ি ঘোরাচ্ছে। মমতার হুঁশিয়ারি, তিনি এতদিন অন্ধ ভালোবাসা দিয়ে এসেছেন কিন্তু এখন এক ইঞ্চি জমি পর্যন্ত ছাড়বেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *