‘বেনামি অ্যাকাউন্টের খোঁজে সব সমবায় ব্যাঙ্কে অডিট’, মমতার নিশানায় শুভেন্দু?

‘বেনামি অ্যাকাউন্টের খোঁজে সব সমবায় ব্যাঙ্কে অডিট’, মমতার নিশানায় শুভেন্দু?

কলকাতা: রাজ্যের সমস্ত সমবায় ব্যাঙ্কে অডিট করা হবে৷ খুঁজে বার করা হবে বেনামি অ্যাকাউন্ট৷ বেনামি অ্যাকাউন্টে গচ্ছিত কোটি কোটি টাকার উপর সরকারের অধিকার৷ ওই টাকা ব্যবহার করা হবে মানুষের স্বার্থে৷ বুধবার নবান্ন থেকে ঠিক এমনটাই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নাম না করে তিনি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই নিশানা করে এ কথা বলেছেন, তা স্পষ্ট৷ 

আরও পড়ুন- বিয়ের প্রতিশ্রুতি দিয়েও বিয়ে করতে অস্বীকার, আত্মঘাতী তরুণী

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে কাঁথি সমবায় ব্যাঙ্কে স্পেশ্যাল অডিট করা যাবে না৷ যে ব্যাঙ্কের চেয়ারম্যান পদে দীর্ঘদিন ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তবে এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার চাইলে আইন মেনে রাজ্যের প্রতিটি সমবায় ব্যাঙ্কের অডিট করতে পারে৷ তিনি বলেন, প্রতিটি সমবায় ব্যাঙ্কের বেনামি অ্যাকাউন্ট অডিট হবে৷ অডিট করতে তো আর কেউ বারণ করেনি৷ বেনামে এক হাজারটা অ্যাকাউন্ট খুলে হাজার হাজার কোটি টাকা গচ্ছিত করে রেখে দেওয়া যাবে না৷ বেনামি অ্যাকাউন্ট পেলেই সরকারি খাতায় চলে আসবে৷ কারণ ওটা সরকারের টাকা৷ আইন অনুযায়ী পদ্ধতি মেনে অডিট হবে৷ কোথাও কোথাও সরকারকে সদয় হতে হয়, কোথাও মানুষের স্বার্থে নির্দয় হতে হয়৷ ওই টাকাটা একজন ভোগ করবে কেন? ওই টাকায় মানুষের উন্নয়নে সরকারি প্রকল্প হবে৷’ 

আরও পড়ুন- উত্তরবঙ্গে বিশেষ দায়িত্ব পেলেন BJP ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া গঙ্গাপ্রসাদ শর্মা

সেই সঙ্গে তাঁর অভিযোগ, হলদিয়ায় এখনও প্রচুর টাকা তুলছে বিজেপি৷ পোর্ট থেকে টাকা তোলা হয়৷ যে ট্রাকগুলি আসে সেখান থেকে টাকা তোলা হয়৷ পরিবহণ দফতর থেকে সমস্ত খবরই তিনি পেয়েছেন৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =